পাকিস্তানের করাচি বিমানবন্দরে অবতরণ করেছে , কাতার এয়ারওয়েজের দিল্লি-দোহা রুটের কিউআর৫৭৯ বিমান।
1/6বিমানে ধোঁয়ার সংকেত দিয়েছিল। তার জেরে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করল কাতার এয়ারওয়েজের দিল্লি-দোহা রুটের একটি বিমান। সব যাত্রীকে সুরক্ষিতভাবে বিমান থেকে উদ্ধার করা হয়েছে। তাঁদের জন্য একটি বিকল্প উড়ানের বন্দোবস্ত করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
2/6সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, কাতার এয়ারওয়েজের দিল্লি-দোহা রুটের কিউআর৫৭৯ বিমানের মালপত্র রাখার জায়গায় ধোঁয়ার সংকেত দিয়েছিল। সেজন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। জরুরি ভিত্তিতে বিমানটি ঘুরিয়ে দেওয়া হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/6কাতার এয়ারওয়েজ: সুরক্ষিতভাবে বিমানটি করাচি বিমানবন্দরে অবতরণ করেছেন। সেখানে উপস্থিত ছিল দমকল। যাত্রীদের সুরক্ষিতভাবে বিমান থেকে উদ্ধার করা হয়েছে। তাঁরা সিঁড়ি দিয়েই ধীরেসুস্থ নেমে এসেছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক @qatarairways)
4/6কাতার এয়ারওয়েজ: বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। দোহা যাওয়ার জন্য বিকল্প বিমানের বন্দোবস্ত করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক @qatarairways)
5/6পুরো বিষয়টির জন্য কাতার এয়ারওয়েজের তরফে যাত্রীদের কাছে ক্ষমা চাওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক @qatarairways)
6/6সংবাদসংস্থা এএনআই জানিয়েছে, বিমানে ১০০ জনের বেশি যাত্রী ছিলেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)