প্রধানমন্ত্রী জনধন যোজনা শুরু হওয়ার পর থেকে দেশে লাফিয়ে বেড়ে ব্যাঙ্কের আমানতকারীর সংখ্যা। তবে এরই সঙ্গে বেড়েছে ব্যাঙ্ক জালিয়াতির বিভিন্ন উপায়। এই নিয়ে এবার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিজের গ্রাহকদের সতর্ক করল।
1/4সরকারি ব্যাঙ্কটি 'আজাদি কা অমৃত মহোৎসব'-এর অধীনে আর্থিক বিষয়ে মানুষকে শিক্ষিত করার জন্য একটি প্রচার শুরু করেছে। জালিয়াতি সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যাঙ্কটি টুইট করে লেখে, ‘QR কোড স্ক্যান করে টাকা পাবেন? #YehwrongNumberHai (এটা ভুল নম্বর) QR কোড কেলেঙ্কারি থেকে সাবধান! আপনি স্ক্যান করার আগে চিন্তা করুন। অজানা QR কোড স্ক্যান করবেন না। সতর্ক থাকুন এবং #SafeWithSBI (এসবিআই-এ সঙ্গে সুরক্ষিত) থাকুন!" (AFP)
2/4ব্যাঙ্ক টুইটারে একটি ছোট ইনফোগ্রাফিক ভিডিয়ো শেয়ার করেছে। ভিডিওতে QR কোড স্ক্যান করে পেমেন্ট প্রসেস করার প্রক্রিয়া দেখিয়ে বলা হয়েছে, 'স্ক্যান করে কেলেঙ্কারি? কখনও অজানা QR কোড স্ক্যান করবেন না বা UPI পিন দেবেন না কাউকে।’ (AFP)
3/4এর আগে এটিএম জালিয়াতি রুখতেও এসবিআই-এ তরফে একটি বার্তা দেওয়া হয়েছিল। এটিএম থেকে টাকা তোলার সময় ওটিপির মাধ্যমেই টাকা তোলার পরামর্শ দেয় ব্যাঙ্কটি। উল্লেখ্য, ২০২০ সালের ১ জানুয়ারি থেকে ওটিপি ভিত্তিক লেনদেন শুরু করেছিল এসবিআই। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (AFP)
4/4ওটিপির মাধ্যমে টাকা তোলার সুবিধাটি ১০ হাজার টাকা এবং তার বেশি টাকা তোলার জন্য উপলব্ধ৷ এই সুবিধা অনুযায়ী, এসবিআই গ্রাহকরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বরে পাঠানো ওটিপি এবং তাদের ডেবিট কার্ডের পিন ব্যবহার করে ১০ হাজার বা তার বেশি টাকা তুলতে পারবেন। (AFP)