Qualcomm layoffs: পুজোর আগে ১ হাজারের বেশি কর্মী ছাঁটাই এই তাবড় সংস্থার! চড়ছে উদ্বেগের পারদ
Updated: 13 Oct 2023, 09:46 PM ISTকোয়ালকম জানিয়েছে, এই ছাঁটাই প্রক্রিয়া সংস্থার পুর্নবিন্যাসের জন্য করা হচ্ছে। তারা বলছে, চাহিদা ও অর্থনৈতিক বাজারের ক্ষেত্রে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, তাতে সংস্থার বাড়তি পরিঠাকাঠামো পুর্নবিন্যাস প্রয়োজন বলে জানানো হয়েছে।
পরবর্তী ফটো গ্যালারি