আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়ার এক প্রাক্তন আধিকারিকের দাবি, কুতুব মিনার রাজা বিক্রমাদিত্য তৈরি করেছিলেন। সূর্যের দিক অধ্যয়ন করার জন্য এটি নির্মাণ করা হয়েছিল।
1/6কুতুব মিনার নিয়ে চাঞ্চল্যকর দাবি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) এক প্রাক্তন আধিকারিকের। তাঁর দাবি, পঞ্চম শতাব্দীতে রাজা বিক্রমাদিত্য এটি তৈরি করেছিলেন। সূর্যের দিক পরিবর্তন পর্যবেক্ষণই তাঁর মূল উদ্দেশ্য ছিল। নিজের দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করার কথাও বলেছেন তিনি। (ফাইল ছবি হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
2/6কুতুব মিনার নিয়ে চাঞ্চল্যকর দাবি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার (ASI) এক প্রাক্তন আধিকারিকের। (ফাইল ছবি হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
3/6তাঁর দাবি, পঞ্চম শতাব্দীতে রাজা বিক্রমাদিত্য এটি তৈরি করেছিলেন। সূর্যের দিক পরিবর্তন পর্যবেক্ষণই তাঁর মূল উদ্দেশ্য ছিল। নিজের দাবির স্বপক্ষে প্রমাণ পেশ করার কথাও বলেছেন তিনি। (ফাইল ছবি হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
4/6ASI-এর প্রাক্তন আঞ্চলিক পরিচালক ধরমবীর শর্মা। তাঁর দাবি, 'এটি কুতুব মিনার নয়। এটি আসলে সান টাওয়ার (অবজারভেটরি টাওয়ার)। এটি পঞ্চম শতাব্দীতে রাজা বিক্রমাদিত্য নির্মাণ করেছিলেন। কুতুব আল-দিন আইবক তৈরি করেননি। এ বিষয়ে আমার কাছে অনেক প্রমাণ আছে।' কর্মজীবনে তিনি এএসআই-এর হয়ে বহুবার কুতুব মিনার জরিপ করেছেন। (ফাইল ছবি হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
5/6ধরমবীর শর্মা আরও বলেন, 'কুতুব মিনারের ২৫ ইঞ্চি বেন্ড রয়েছে। এর একটাই কারণ- এটি সূর্য অধ্যয়নের জন্য তৈরি করা হয়েছিল। ২১ জুন অন্তত আধঘণ্টা সেখানে কোনও ছায়া থাকে না। বিজ্ঞান এবং প্রত্নতত্ত্ব, দুই দিক দিয়েই এটি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, কুতুব মিনার একটি সম্পূর্ণ পৃথক বিল্ডিং। নিকটবর্তী মসজিদের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। তিনি আরও বলেন, কুতুব মিনারের দরজা উত্তর দিকে। এটি রাতে মেরু তারা দেখার জন্য তৈরি করা হয়েছিল। (ফাইল ছবি হিন্দুস্তান টাইমস) (HT_PRINT)
6/6গত এপ্রিলে কুতুব মিনারের বিষয়ে এমন দাবি করেছিলেন বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র। বিনোদ বনসল বলেছিলেন, দিল্লির কুতুব মিনার আগে 'বিষ্ণু স্তম্ভ' ছিল। ২৭টি হিন্দু-জৈন মন্দির ভেঙে প্রচুর সম্পদ মেলে। সেটি দিয়েই স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয়েছিল। ফাইল ছবি: এএফপি ও হিন্দুস্তান টাইমস (HT_PRINT)