Radico Khaitan একটি অ্যালকোহল প্রস্তুতকারক সংস্থা। ম্যাজিক মোমেন্টস, এইট পিএম-এর মতো ব্র্যান্ডের মালিক এটি।
1/7ঝুঁকি বেশি, লাভও বেশি। পেনি স্টকের ভবিষ্যত আন্দাজ করা খুব কঠিন। কিন্তু যাঁরা এতে সময় বুঝে বিনিয়োগ করেন, তাঁরাই সেরা রিটার্ন পান। এর সবচেয়ে বড় উদাহরণ হল রেডিকো খৈতান(Radico Khaitan)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Reuters)
2/7Radico Khaitan আসলে অ্যালকোহল প্রস্তুতকারক সংস্থা। ম্যাজিক মোমেন্টস, এইট পিএম-এর মতো ব্র্যান্ডের মালিক এটি। ফাইল ছবি; রেডিকো খৈতান (Reuters)
3/7২০ জুন, ২০০৩-এ এই শেয়ারের দাম ছিল ৭.৬০ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
4/7এদিকে ২৭ মে ২০২২-এ সেই শেয়ারের দাম হয়েছে ৮২৬ টাকা করে। অর্থাৎ প্রায় ১০,৭০০% রিটার্ন দিয়েছে এই শেয়ার। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
5/7পাঁচ বছর আগেই এই শেয়ারের দাম ছিল ১২৩ টাকা করে। ফাইল ছবি : রয়টার্স (Reuters)
6/7পাঁচ বছর আগে যদি কেউ এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তবে সেটা বেড়ে এখন ৬.৬০ লক্ষ টাকা হয়ে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
7/7একইভাবে, যদি কেউ ২০ জুন, ২০০৩-এ এই শেয়ারে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেন, এবং সেই টাকা এখনও পর্যন্ত ধরে রাখেন, তবে বর্তমানে তাঁর শেয়ারের মূল্য দাঁড়াবে ১.০৮ কোটি টাকা। ফাইল ছবি : পিটিআই (Reuters)