আগেই ভারতের হাতে এসে গিয়েছিল। অবশেষে আজ (বৃহস্পতিবার) আনুষ্ঠানিকভাবে ভারতীয় বায়ুসেনার ১৭ নম্বর স্কোয়াড্রনে (যা গোল্ডেন অ্যারোজ বা সোনার তির নামে পরিচিত) যোগ দিল রাফাল যুদ্ধবিমান। দেখে নিন কেমন হল রাফালের অন্তর্ভুক্তির অনুষ্ঠান, আকাশে কীভাবে কেরামতি দেখাল -
1/12রাফালের অন্তর্ভুক্তি ঘিরে সকাল থেকেই সাজোসাজো রব ছিল আম্বালা বায়ুঘাঁটিতে। (ছবি সৌজন্য রয়টার্স)
2/12পুুরোপুরি তৈরি ছিল রাফাল। শুধু অতিথিদের আসার অপেক্ষা ছিল। (ছবি সৌজন্য পিটিআই)
3/12ভারতীয় বায়ুসেনার রীতি মেনে হয় ‘সর্বধর্ম পুজো’। ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে। (ছবি সৌজন্য পিটিআই)
6/12তারপর শুরু হয় রাফালের প্রদর্শনী। (ছবি সৌজন্য পিটিআই)
7/12রাফালের সঙ্গে ছিল দুটি সুখোই-৩০ এবং দুটি জাগুয়ার যুদ্ধবিমান। (ছবি সৌজন্য, অজয় আগরওয়াল/হিন্দুস্তান টাইমস)
8/12‘অ্যারো’ ফর্মেশনে রাফাল। পিছনে সুখোই-৩০ ও জাগুয়ার। (ছবি সৌজন্য পিটিআই)
9/12আকাশের বুক চিরে নিজের কেরামতি দেখাতে শুরু করে ‘বিউটি অ্যান্ড বিস্ট' রাফাল। কখনও চোখের পলকে বাঁক নেয়, কখনও আবার নিজের ক্ষমতার কিছুটা আঁচ দিয়ে যায়। (ছবি সৌজন্য রয়টার্স)
10/12কখনও একেবারে কম গতিতে উড়তে থাকে রাফাল। (ছবি সৌজন্য রয়টার্স)
11/12অবতরণের পর জলকামান স্যালুটের মাধ্যমে ভারতীয় বায়ুসেনায় স্বাগত জানানো হল রাফাল যুদ্ধবিমানকে। (ছবি সৌজন্য রয়টার্স)