প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির সম্পর্ক নিয়ে রাহুল গান্ধী বলেন,' সম্পর্ক শুরু হয়েছিল অনেক বছর আগে, যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। একজন মানুষ কাঁদে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন মোদীর সঙ্গে, অত্যন্ত অনুগত প্রধানমন্ত্রীর, সাহায্য যুগিয়েছিলেন প্রধানমন্ত্রীকে রিসারজেন্ট গুজরাটের আইডিয়ায়। আসল ম্যাজিক তো শুরু হল যখন প্রধানমন্ত্রী মোদী ২০১৪ সালে এলেন দিল্লিতে। '
1/4সদ্য কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা' শেষ করেছেন রাহুল গান্ধী। দক্ষিণ ভারতের কন্যাকুমারীকা থেকে শুরু করে কাশ্মীর পর্যন্ত করেছেন পদযাত্রা। আর তাঁর প্রশ্ন, তিনি যেখানে যেখানে গিয়েছেন, সকলেই তাঁকে গৌতম আদানিকে নিয়ে প্রশ্ন করেন। সেই কথা প্রসঙ্গে সংসদে নিজের ভাষণে গৌতম আদানি ইস্যুতে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দাগেন রাহুল। ধনকুবের গৌতম আদানির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক নিয়ে এদিন সংসদে কার্যত বিজেপির দিকে শক্তিশেল দাগেন রাহুল। (PTI Photo)(PTI02_07_2023_000132A) (PTI)
2/4লোকসভায় রাহুল বলেন,'তামিলনাড়ু, কেরলা থেকে হিমাচল প্রদেশ, আমরা সব জায়গায় শুনেছি একটাই নাম আদানি। সারা দেশে শুধু আদানি.. আদানি.. আদানি। মানুষ জিজ্ঞাসা করেছেন, আদানি যে ব্যবসায় প্রবেশ করেন, তাতেই সাফল্য, কখনও ব্যর্থ হন না।' (PTI Photo)(PTI02_07_2023_000133B) (PTI)
3/4প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে গৌতম আদানির সম্পর্ক নিয়ে রাহুল গান্ধী বলেন,' সম্পর্ক শুরু হয়েছিল অনেক বছর আগে, যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র মোদী। একজন মানুষ কাঁদে কাঁধ মিলিয়ে দাঁড়িয়েছিলেন মোদীর সঙ্গে, অত্যন্ত অনুগত প্রধানমন্ত্রীর, সাহায্য যুগিয়েছিলেন প্রধানমন্ত্রীকে রিসারজেন্ট গুজরাটের আইডিয়ায়। আসল ম্যাজিক তো শুরু হল যখন প্রধানমন্ত্রী মোদী ২০১৪ সালে এলেন দিল্লিতে। ' . (PTI Photo)(PTI02_07_2023_000082B) (PTI)
4/4রাহুলের টার্গেটে এদিন ছিল মোদী সরকার। তিনি অভিযোগ তোলেন, আদানিকে সুবিধা পাইয়ে দিতে সরকার নিয়মের পরিবর্তন করেছে। উল্লেখ্য, যে সংস্থার বিমানবন্দরের ক্ষেত্রে কোনও অভিজ্ঞতা নেই কাজের তাদের আগে বিমানবন্দরের উন্নয়নের কাজ দেওয়া হত না। সেই প্রসঙ্গে রাহুল বলছেন, ‘এই নিয়ম পাল্টেছে , আর আদানিকে ছয়টি বিমানবন্দর দেওয়া হয়েছে। এরপর ভারতের সবচেয়ে বেশি লাভযোগ্য বিমানবন্দর মুম্বই বিমানবন্দর জিভিকের থেকে ছিনিয়ে আদানিকে দিয়েছে ভারত সরকার, সিবিআই, ইডিকে ব্যবহার করে।' PTI Photo)(PTI02_07_2023_000130B) (PTI)