Rahul meets Danish Ali: BJP সাংসদের ‘গালির’ পর দানিশকে জড়িয়ে ‘ভালোবাসা’-য় ভরালেন রাহুল, দাবি শাস্তির
Updated: 22 Sep 2023, 11:57 PM ISTবিজেপি সাংসদ রমেশ বিধুরির বিতর্কিত মন্তব্যের পর বিএসপি সাংসদ দানিশ আলির সঙ্গে দেখা করলেন রাহুল গান্ধী। তাঁকে জড়িয়ে ধরেন কংগ্রেস সাংসদ। পুরো বিষয়টি নিয়ে বিজেপিতে আক্রমণ শানিয়েছেন বিরোধী নেতারা। সেইসঙ্গে দানিশ জানিয়েছেন যে রমেশকে শাস্তি না দেওয়া হলে সাংসদ পদ ছাড়তে পারেন।
পরবর্তী ফটো গ্যালারি