রাহুল ওই সাক্ষাৎকারে বলছেন, তাঁর তেলাঙ্গানায় গিয়ে খেতে সমস্যা হয়েছে। তিনি মজার ছলেই বলছেন, ‘আমার খেতে কষ্ট হয়েছে, আমি লঙ্কা খাইনা।’ তিনি বলেন, ‘তেলাঙ্গানার খাবার আমার জন্য একটু বেশি মশলাদার।’ এছাড়াও তিনি বলছেন, রাতে কন্টিনেন্টাল খাওয়া তাঁর চলে তবে মধ্যাহ্নভোজে তিনি পছন্দ করেন দেশী রান্নাবান্না।
1/6রাজনীতির আসরে তাঁক সভা সমিতি, মানুষের মধ্যে মিশে গিয়ে নানান কর্মসবচিতে অংশ নিতে দেখা গিয়েছে। রাহুল গান্ধীকে আম জনতা এভাবেই দেখতে অভ্যস্ত। তবে আর চার পাঁচজন যুবকের মতো তিনি ও রেস্তোরাঁয় গিয়ে কবজি ডুবিয়ে খাওয়া উপভোগ করা কিম্বা ফিটনেসে মনোযোগ দেওয়ায় বিশ্বাসী। আর সেকথাই সদ্য এক সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি। তাঁর প্রিয় খাবার থেকে প্রিয় রেস্তোরাঁ, ডায়েট নিয়ে অকপট রাহুল। (AICC)
2/6রাহুলের প্রিয় রেস্তোরাঁ: রাহুল বলছেন দিল্লিতে তাঁর প্রিয় রেস্তোরাঁ মোতিমহল, সাগর, সোয়াগত, সারাভানা ভবন। রাহুল বলছেন, খাবার যাই হোক না কেন, সতর্কভাবে তিনি মিষ্টি থেকে দূরে থাকেন। (ছবি সৌজন্যে কংগ্রেস) (AICC)
3/6ঝাল রান্না একেবারে খেতে পারন না: রাহুল ওই সাক্ষাৎকারে বলছেন, তাঁর তেলাঙ্গানায় গিয়ে খেতে সমস্যা হয়েছে। তিনি মজার ছলেই বলছেন, ‘আমার খেতে কষ্ট হয়েছে, আমি লঙ্কা খাইনা।’ তিনি বলেন, ‘তেলাঙ্গানার খাবার আমার জন্য একটু বেশি মশলাদার।’ এছাড়াও তিনি বলছেন, রাতে কন্টিনেন্টাল খাওয়া তাঁর চলে তবে মধ্যাহ্নভোজে তিনি পছন্দ করেন দেশী রান্নাবান্না। (AICC)
4/6পছন্দের খাবার: রাহুল বলছেন, ননভেজ যেকোনও খাবারই তিনি পন্দ করেন। চিকেন, মটন তাঁর প্রিয় খাবার। এছাড়া সি ফুড তাঁকে আকর্ষণ করে। তিনি তন্দুরি খাবার পছন্দ করেন। তাঁর প্রিয় খাবার চিকেন টিক্কা, তবে ভালো অমলেট পেলে তাও খেতে পছন্দ করেন রাহুল। (PTI Photo) (AICC)
5/6রুটি বেশি পছন্দ: রাহুল বলছেন, তিনি একেবারেই বেশি কার্বোহাইড্রেট জাতীয় খাবার পছন্দ করেন না। ভাতের চেয়ে তিনি রুটি পছন্দ করেন। সকালে ঘুম থেকে উঠে কফি আর বিকেলে চা তাঁর অভ্যাসের মধ্যে পড়ে। (PTI Photo) (AICC)
6/6কাঁঠালে না, আইসক্রিম ক'টা খান: অনুষ্ঠানে রাহুলকে জিজ্ঞাসা করা হয়, একথ কি সত্যি যে তিনি নাগাড়ে ৮ থেকে ১০ টা আইসক্রিম খেতে পারেন? রাহুল একেবারই তা অস্বীকার করেন। বলেন, একসঙ্গে ১ টা কি ২ টো খান আইসক্রিম, তবে ৮-১০ টা নয়। জানান, মটক কিম্বা কাঁঠাল খেতে একেবারেই পছন্দ করেন না তিনি। তবে তিনি বলছেন, খাওয়া নিয়ে বেশি খুঁতখুঁতে নন তিনি, ‘যা থাকে তাই খাই’, সাফ কথা রাহুলের। (ANI Photo) (AICC)