রাজস্থান রয়্যালসের তারকা অলরাউন্ডার রাহুল তেওয়াটিয়া রবিবার তাঁর বাগদত্তা ঋদ্ধি পান্নুর সঙ্গে সাতপাকে বাধা পড়েন। রাহুল ও ঋদ্ধির বিয়েতে অনেক ভারতীয় দলের ক্রিকেটারই উপস্থিত ছিলেন। দেখে নিন তাঁদের বিয়ের অ্যালবাম।
1/7ভারতীয় অলরাউন্ডার রাহুল তেওটিয়া তাঁর বাগদত্তা ঋদ্ধি পানুর সঙ্গে অবশেষে গাঁটছড়া বাঁধলেন।
2/7এই বছরের ৩ ফেব্রুয়ারি রাহুল ও ঋদ্ধির বাগদান হয়েছিল।
3/7রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটারের বিয়েতে নীতিশ রানা, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত যুজবেন্দ্র চাহালরা উপস্থিত ছিলেন।
4/7তেওটিয়ার দীর্ধদিনের বান্ববী ঋদ্ধি।
5/7তাঁদের বিয়ের ছবি প্রকাশ পেতেই হুহু করে তা ভাইরাল হয়েছে।
6/7নব দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন নেটিজেনরা।
7/7রাজস্থান রয়্যালসের হয়ে খেলার পাশাপাশি হরিয়ানার হয়েও ঘরোয়া ক্রিকেটে খেলেন রাহুল তেওটিয়া।