জনসাধারণের সমালোচনার মুখে পড়ে বড় পদক্ষেপ ভারতীয় রেলওয়ের। প্রবীণ নাগরিকদের রেলের টিকিটে ছাড় দেওয়ার কথা পুনরায় বিবেচনা করতে বাধ্য হয়েছে রেল মন্ত্রকের আধিকারিকরা। তবে শুধুমাত্র জেনারেল এবং স্লিপার শ্রেণির যাত্রীদের জন্য এই ছাড় দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
1/4করোনাকালে বহু জিনিসই বদলে গিয়েছিল বিশ্বে। থমকে গিয়েছিল রেলের চাকা। গৃহবন্দি হয়েছিলেন কয়েকশো কোটি মানুষ। তবে ধীরে ধীরে সব ফের স্বাভাবিক হয়। পরিষেবা স্বাভাবিক হয়েছে রেলের। তবে এখনও চালু হয়নি প্রবীণ নাগরিকদের জন্য ছাড়।
2/4করোনা পরিস্থিতিতে সংক্রমণের ঝুঁকি কমাতে এগুলি দেওয়া বন্ধ দিয়েছিল ভারতীয় রেল। বর্তমানে দেশে করোনার সংক্রমণ অনেকটাই কমেছে। সেই পরিস্থিতিতে আবারও ট্রেনে কম্বল, বিছানা ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। (ছবিটি প্রতীকী)
3/4উল্লেখ্য, এর আগে পুরুষ প্রবীণ নাগরিকদের রেলযাত্রায় ৪০ শতাংশ ছাড় দেওয়া হত। সব ক্লাসেই এই ছাড় দেওয়া হত। মহিলাদের ক্ষেত্রে এই ছাড়ের পরিমাণ ছিল ৫০ শতাংশ। তবে এখন সবাইকেই পুরো ভাড়া দিয়েই রেলযাত্রা করতে হচ্ছে।
4/4তবে রেল শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে প্রবীণ নাগরিকদের ছাড় চালু করার বিষয়ে। তবে সেক্ষেত্রে শুধুমাত্র জেনারেল এবং স্লিপারেই এই ছাড় প্রযোজ্য হবে বলে জানা যাচ্ছে। এদিকে ছাড়ের বয়সসীমা ৬০ বছর থেকে বাড়িয়ে ৭০ বছর করা হতে পারে বলেও জানা গিয়েছে। এর আগে পুরুষদের ক্ষেত্রে ছাড় পেতে ন্যূনতম ৬০ বছর হতে হত, নারীদের জন্য ছাড় প্রযোজ্য ছিল ৫৮ বছর বয়স থেকেই।