বুধবার রাতে নবনির্মিত বরানগর মেট্রো স্টেশনের ৪টি ছবি টুইট করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। টুইটে তিনি লিখেছেন, ‘সোনার বাংলার নির্মাণ চলছে। সদ্য নির্মিত বরানগর মেট্রো স্টেশনের অত্যাধুনিক অন্দরসজ্জার ছবিগুলি দেখুন।’
1/6কলকাতা মেট্রোর নর্থ–সাউথ রুটে দক্ষিণেশ্বর মেট্রো চালু হওয়া শুধু সময়ের অপেক্ষা। গত ২৩ ডিসেম্বর দক্ষিণেশ্বর–নোয়াপাড়া রুটে প্রথম ট্রায়াল রান হয়ে গিয়েছে। আর এবার প্রকাশ্যে এল এই দুটি স্টেশনের মাঝের মেট্রো স্টেশন বরানগরের ছবি। ছবি সৌজন্য: পিটিআই (PTI)
2/6বুধবার রাতে নবনির্মিত বরানগর মেট্রো স্টেশনের ৪টি ছবি টুইট করেন কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযূষ গোয়েল। টুইটে তিনি লিখেছেন, ‘সোনার বাংলার নির্মাণ চলছে। সদ্য নির্মিত বরানগর মেট্রো স্টেশনের অত্যাধুনিক অন্দরসজ্জার ছবিগুলি দেখুন।’ ছবি সৌজন্য : টুইটার
3/6টুইটে কেন্দ্রীয় রেলমন্ত্রী আরও লিখেছেন, ‘এই স্টেশনটি নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্ধিত মেট্রোর রুটের একটি অংশ। কলকাতা মেট্রোর নর্থ–সাউথ করিডোরের অংশ হিসেবে শীঘ্রই চালু হবে এই স্টেশনটি।’ ছবি সৌজন্য : টুইটার
4/6জানা গিয়েছে, ফেব্রুয়ারি মাসের মধ্যেই দক্ষিণেশ্বর স্টেশন থেকে পরিষেবা চালুর চেষ্টা করা হচ্ছে। এতে দক্ষিণেশ্বর থেকে সোজা গড়িয়া পর্যন্ত এক ট্রেনে যাওয়া যাবে। ছবি সৌজন্য : টুইটার
5/6ঝাঁ–চকচকে মেট্রো স্টেশনের ছবি প্রকাশ্যে এনে কেন্দ্রীয় রেলমন্ত্রীর ‘সোনার বাংলা’ গড়ার ইঙ্গিতে স্বাভাবিকভাবেই ভোটের গন্ধ লেগে রয়েছে। এ নিয়ে ইতিমধ্যে শুরু হয়ে জোর চর্চাও। ছবি সৌজন্য : টুইটার
6/6এদিকে, আগামী ৫ ও ৬ ফেব্রুয়ারি দক্ষিণেশ্বর মেট্রো পর্যবেক্ষণে আসছেন রেলের সেফটি কমিশনার। তাতে চূড়ান্ত ছাড়পত্র মিললেই চালু হয়ে যাবে বহু প্রতীক্ষিত দক্ষিণেশ্বর–নোয়াপাড়া মেট্রো পরিষেবা। ছবি : সংগৃহীত
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.