মহিলা প্রবীণ নাগরিক ভ্রমণকারীরা ৫০% ছাড় পেতেন। পুরুষ এবং ট্রান্সজেন্ডাররা ৪০% ছাড় পেতেন। মহিলাদের ক্ষেত্রে ছাড়ের সর্বনিম্ন বয়সসীমা ৫৮ বছর। পুরুষদের ক্ষেত্রে ৬০ বছর।
1/5প্রবীণ নাগরিকদের টিকিটে ছাড় বন্ধ। আর তার ফলেই এখনও পর্যন্ত ১,৫০০ কোটি টাকা লাভ করেছে ভারতীয় রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (Insian Rail)
2/5করোনা পরিস্থিতিতে রেল সিনিয়র সিটিজেনদের টিকিটে ছাড় বন্ধ করে। ২০২০ সালের মার্চ থেকে স্থগিত করা হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Southern Railway) (Insian Rail)
3/5মধ্যপ্রদেশের চন্দ্রশেখর গৌরের আরটিআই-এর উত্তরে এই তথ্য দিয়েছে রেল। ছবি সৌজন্য : পিটিআই (Insian Rail)
4/5২০ মার্চ ২০২০ থেকে ৩১ মার্চ ২০২২-এর মধ্যে ৭.৩১ কোটি প্রবীণ নাগরিককে ছাড় দিয়েছে রেল। ফাইল ছবি : এএনআই (Insian Rail)
5/5মহিলা প্রবীণ নাগরিক ভ্রমণকারীরা ৫০% ছাড় পেতেন। পুরুষ এবং ট্রান্সজেন্ডাররা ৪০% ছাড় পেতেন। মহিলাদের ক্ষেত্রে ছাড়ের সর্বনিম্ন বয়সসীমা ৫৮ বছর। পুরুষদের ক্ষেত্রে সেটা ৬০ বছর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ভারতীয় রেল) (Insian Rail)