বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের তরফে।
1/6মেমু প্যাসেঞ্জার এখন থেকে মেমু এক্সপ্রেস। আটটি মেমু প্যাসেঞ্জার এবার থেকে এক্সপ্রেস হিসেবে চালানো হবে। এমনটাই জানিয়েছে পূর্ব রেলওয়ে। কবে থেকে এটি কার্যকর হবে? ফাইল ছবি; এএনআই (ANI)
2/6১ মে থেকে এই পরিবর্তন কার্যকর হবে বলে জানিয়েছে রেল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)
3/6যে চারটি মেমু পাসেঞ্জার ট্রেনকে নাম ও ট্রেনের নম্বর বদলে এক্সপ্রেস করা হচ্ছে: শিয়ালদহ–জঙ্গিপুর, বর্ধমান–হাতিয়া, আসানসোল- গয়া ও আসানসোল-বারাণসী। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক দক্ষিণ রেল) (Indian Railways)
4/6বৃহস্পতিবার এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদহ ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের তরফে। বাড়ছে ভাড়াও। (ছবিটি প্রতীকী: পিটিআই) (PTI)
5/6ন্যূনতম ভাড়া ৫ টাকা থেকে বেড়ে ৩০ টাকা করা হচ্ছে। (ছবিটি প্রতীকী: পিটিআই) (PTI)
6/6তবে গতি বৃদ্ধি, স্টপ হ্রাস বা সময় হ্রাসের কোনও মতো কোনও পরিবর্তন করা হচ্ছে না। (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার) (Twitter)