তাই সেটা নয়া সেটিংস-এ খাপ খাওয়াতে হবে। তাই আগামী ৭ দিনের জন্য রাতে ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS)।
1/8স্পেশাল ট্রেন বন্ধ। প্রাক-কোভিড নিয়মিত পরিষেবা চালু। পুরনো নর্মালে ফিরছে রেল। ফাইল ছবি : এএনআই
2/8কিন্তু এতদিন তো পুরো টিকিট রিজার্ভেশান সিস্টেম অন্যভাবে চলেছে। তবে এবার আগের মতোই নাম, নম্বর এবং ভাড়ায় ট্রেন চলবে। তাই সেটা নয়া সেটিংস-এ খাপ খাওয়াতে হবে। তাই আগামী ৭ দিনের জন্য রাতে ৬ ঘণ্টা করে বন্ধ থাকবে রেলওয়ে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম (PRS)। ফাইল ছবি : পিটিআই
3/8১৪ এবং ১৫ নভেম্বর থেকে ২০ এবং ২১ নভেম্বর রাত সাড়ে ১১টা থেকে সকাল সাড়ে ৫টা পর্যন্ত সিস্টেমে কাজ চলবে। তাই এই সময়ে রিজার্ভেশন সিস্টেম বন্ধ থাকবে। ছবি : টুইটার
4/8যেহেতু সিস্টেমে প্রয়োজনীয় পরিবর্তন করতে CRIS (সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেম)-এর জন্য দুই-তিন দিন সময় লাগবে, তাই আপগ্রেডেশন শেষ হওয়ার পরে নতুন প্রক্রিয়ার বাস্তবায়ন হবে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস
5/8এই ৬ ঘণ্টা (১১:৩০টা থেকে ০৫:৩০টা পর্যন্ত) সময়কালে, কোন PRS পরিষেবা (টিকিট সংরক্ষণ, বর্তমান বুকিং, বাতিল, অনুসন্ধান পরিষেবা ইত্যাদি) পাওয়া যাবে না। পিআরএস পরিষেবা ব্যতীত, অন্যান্য সমস্ত অনুসন্ধান পরিষেবা নিরবচ্ছিন্নভাবে চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)
6/8'রেল ভারতীয়দের সম্পত্তি থাকবে, কখনও বেসরকারিকরণ হবে না', আশ্বাস রেলমন্ত্রীর। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
7/8কোভিড মহামারীর আগে, রেল প্রায় ১,৭০০টি ট্রেন, মেল বা এক্সপ্রেস হিসাবে চালাত। লকডাউনের সময়ে এগুলি বন্ধ ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
8/8আনলক প্রক্রিয়া চলাকালীন, রেলওয়ে ফের বেশ কয়েকটি ট্রেনের পরিষেবা শুরু করেছিল। সেগুলিকে 'স্পেশাল ট্রেন' হিসাবে ট্যাগ করা হয়েছিল। ভাড়াও ৩০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছিল। ফাইল ছবি : পিটিআই