1/6করোনা সংক্রমণ এখন অনেকটাই কম। ফলে ফের ট্রেনে প্যান্ট্রিকার যোগ করছে রেল। প্রাথমিকভাবে রাজধানী, শতাব্দী, দুরন্ত, বন্দে ভারত, তেজস এবং গতিমান এক্সপ্রেস ট্রেনে ক্যাটারিং পরিষেবা শুরু হবে। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Amit Sharma/ANI)
2/6এবার ফের গরম গরম পেট ভরা খাবার ফিরছে রেলের অন্দরমহলে। প্যান্ট্রিকারের সৌজন্যে ফের ভাত, ডাল, রুটি পাওয়া যাবে। সেই সঙ্গে মুখরোচক স্ন্যাকস, কাটলেট, বোনলেস চিকেনের মতো আইটেমও ফিরবে মেনুতে। ছবি : ইনস্টাগ্রাম (Amit Sharma/ANI)
3/6এতদিন শুধুমাত্র রেডি-টু-ইট মিল দেওয়া হচ্ছিল। সেই মেনুতে ছিল নুডলস, পোহার মতো ইনস্ট্যান্ট খাবার। ফাইল ছবি : আইআরসিটিসি (Amit Sharma/ANI)
4/6গত সপ্তাহের শুরুতেই এ বিষয়ে নোটিশ প্রকাশ করেছিল রেল। IRCTC-ও এ বিষয়ে প্রস্তুতি শুর করে দিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য টুইটার) (Amit Sharma/ANI)
5/6যাঁরা ইতিমধ্যেই টিকিট বুক করে ফেলেছেন, তাঁরাও IRCTC-র ওয়েবসাইট থেকে ক্যাটারিং পরিষেবা বুক করতে পারবেন। পেমেন্টও সেরে রাখা যাবে। ফাইল ছবি : এএনআই (Amit Sharma/ANI)
6/6সম্প্রতি, কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল মন্ত্রক এয়ারলাইনগুলিকেও অভ্যন্তরীণ ফ্লাইটে খাবার পরিবেশনের অনুমতি দিয়েছে। ফাইল ছবি : এএনআই (Amit Sharma/ANI)