Vande Bharat for J&K: কাশ্মীরের কনকনে ঠান্ডাতেও উষ্ণ থাকবে বন্দে ভারত, জমবে না শৌচালয়ের জল! কীভাবে?
Updated: 08 Jan 2025, 06:00 PM ISTআগামী দিনে কাটরা-শ্রীনগর রুটেও ছুটবে বন্দে ভারত। কিন্তু, জম্মু-কাশ্মীরের উচ্চ পার্বত্য এলাকার কনকনে ঠান্ডা আর চরম আবহাওয়া দেশের বাকি অংশের থেকে অনেকটাই আলাদা। সেকথা মাথায় রেখেই শুধুমাত্র এই রুটের জন্য একটি বিশেষ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন তৈরি করেছে ভারতীয় রেল। মঙ্গলবার সেই তথ্য প্রকাশ্যে আনল তারা।
পরবর্তী ফটো গ্যালারি