Kolkata Weather Today: রাজ্যে বর্ষা ঢুকলেও তা উত্তরবঙ্গেই আটকে গিয়েছে। তাই দক্ষিণবঙ্গের আকাশ দিনের বেলায় আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হচ্ছে না। এই আবহে আবহাওয়া দফতর জানাল যে আগামী রবিবার থেকে দক্ষিণে বৃষ্টি হতে পারে। একনজরে দেখে নিন আবহাওয়ার পূর্বাভাস:
1/5উত্তরবঙ্গে বর্ষা প্রবেশ করলেও তা থমকে রয়েছে। এখনও পর্যন্ত বর্ষা দক্ষিণের দিকে এগিয়ে আসেনি। ফলে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী চার দিনে বর্ষা প্রবেশের সম্ভাবনা নেই। (PTI)
2/5গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে যে অস্বস্তিকর গরম অনুভূত হচ্ছে, তা আপাতত বজায় থাকবে। রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। তবে তার আগে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ। (PTI)
3/5আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলা অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। ২৪ ঘণ্টা পর আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (PTI)
4/5আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ,পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতায় অস্বস্তি ও গরম বজায় থাকবে। তাপমাত্রার বিশেষ বদল হবে না। (PTI)
5/5বুধবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার দিনের আকাশ আংশিক মেঘলা থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশেপাশে থাকবে। এর আগে মঙ্গলবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। (PTI)