Rain Forecast: বিগত দু’দিন ধরে দক্ষিণবঙ্গকে স্বস্তি দিয়ে ঝড়, বৃষ্টি হয়েছে। বৃষ্টি ও ঝড়ের এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী বেশ কয়েকদিন দক্ষিণের আকাশ কালো থাকবে বলে জানা গিয়েছে। সঙ্গে প্রায় সব জেলাতেই ঝড়, বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
1/6আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৫ মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। পশ্চিমের জেলাগুলিতেও দাবদাহের প্রভাব কমে নামবে বৃষ্টি। (PTI)
2/6টানা ৫৯ দিন বৃষ্টিহীন থাকার পর গত শুক্রবার রাত থেকে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায়। গতকাল প্রায় ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায় এই এলাকা দিয়ে। রবিবার সকাল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা। (PTI)
3/6এদিকে সোমবার অর্থাৎ ২ মে থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ বাড়বে। দুই বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সোম ও মঙ্গলবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি। (REUTERS)
4/6জানা গিয়েছে, রাজ্যের উপর থাকা একটি নিম্নচাপের অক্ষরেখার ফলে বৃষ্টি হচ্ছে রাজ্যে। এই আবহে বৃষ্টির পাশাপাশি রাজ্যের বিভিন্ন জেলাতে ৪০ থেকে ৬০ কিলেমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। (AP)
5/6কয়েকদিন আগেও তীব্র দাবদাহে নাজেহাল অবস্থা হয়েছিল দক্ষিণবঙ্গবাসীর। রাজ্যের বিভিন্ন জেলায় জারি করা হয়েছিল তাপপ্রবাহের সতর্কতা। তবে সেই পরিস্থিতি বদলেছে। বৃষ্টির জেরে রাজ্যের বিভিন্ন জায়গার তাপমাত্রা ক্রমেই কমতে থাকবে বলে জানা গিয়েছে। (REUTERS)
6/6আগামী বুধবার ৪ মে দক্ষিণ আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে। পরদিন ৫ মে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে। এটি ক্রমশ দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের দিকে এগোবে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয় কি না এবং কোন দিকে অভিমুখ থাকে সে দিকে নজর আবহাওয়া দফতরের।