Rain Forecast in Kolkata and South Bengal: বর্ষা এসে গিয়েছে। কিন্তু সেভাবে বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে। তার জেরে বৃষ্টির ঘাটতি ক্রমশ বাড়ছে। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের থেকে ২৫ শতাংশের মতো কম হয়েছে বর্ষণ। তারইমধ্যে আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/5বর্ষা এসে গেলেও কাঙ্খিত বৃষ্টির দেখা নেই। আগামী কয়েকদিনেও পরিস্থিতির উন্নতি হবে না। এমনই জানাল আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/5এমনিতে আজ (শুক্রবার, ২৪ জুন) দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5শনিবার, রবিবার, সোমবার এবং মঙ্গলবারও দক্ষিণবঙ্গে একইরকম বৃষ্টি চলবে। বৃষ্টির মাত্রা তেমন বাড়বে না বলে জানিয়েছে হাওয়া অফিস। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5এবার দক্ষিণবঙ্গে দেরিতে দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকেছে। হাওয়া অফিস জানিয়েছে, ইতিমধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ২৫ শতাংশে ঠেকেছে। কলকাতার মতো একাধিক জেলায় ঘাটতির পরিমাণ ৫০ শতাংশ ঠেকেছে। হাওড়ায় তো ৭০ শতাংশ ছাড়িয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5আপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। সেই অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে যা বৃষ্টি হচ্ছে। আপাতত উত্তর-পশ্চিমবঙ্গে কোনও ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরির ইঙ্গিত মেলেনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)