ডিসেম্বরে সেভাবে ঠান্ডা না পড়লেও জানুয়ারির শুরুর দিকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল পশ্চিমবঙ্গে। কলকাতার তাপমাত্রা এই সময়ে নেমে গিয়েছিল ১০ ডিগ্রির ঘরে। তবে সংক্রান্তিতে 'শনির দশা' শীতে। এই আবহে গত ৫১ বছরের রেকর্ড ভেঙে ২০২৩ সাক্ষী থাকল উষ্ণতম সংক্রান্তির। একইসঙ্গে কুয়াশার দাপট চলছে গোটা দক্ষিণবঙ্গে।
1/5আলিপুর আবহাওয়া দফতররের তরফে জানানো হয়েছে, গত ৫১ বছরের মধ্যে উষ্ণতম মকরসংক্রান্তি হতে চলেছে এবছর। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ৫ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসিয়াস। আর এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। (AFP)
2/5এর আগে ২০০০ সালে মকর সংক্রান্তির দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। ২০১৫ সালের ৪ জানুয়ারি কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এদিকে আজকের থেকে রবিবার দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা আরও দুই ডিগ্রি নামতে পারে। তবে তাতেও স্বাভাবিকের ওপরই থাকবে তাপমাত্রা। (AFP)
3/5শনিবার ও রবিবার কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর ও হাওড়ায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে। আগামী সপ্তাহে এই জেলাগুলিতে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিসের ওয়েবসাইট অনুযায়ী, আগামী ১৭ জানুয়ারি দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। এদিকে ১৮ জানুয়ারি এই তিন জেলা সহ কলকাতা ও হাওড়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহে বৃষ্টি হলে স্বাভাবিক নিয়মেই তাপমাত্রার বেশ খানিকটা পারাপতন দেখতে পাওয়া যেতে পারে। (AFP)
4/5বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে উপকূল ও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবও পড়েছে রাজ্যে। তাই তাপমাত্রা অনেকটা বেড়ে গিয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী ৫ দিন উচ্চচাপ বলয় বঙ্গোপসাগরে বিরাজ করবে। এদিকে উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (AFP)
5/5এদিকে ঝঞ্ঝা এবং বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির কারণে আগামী সপ্তাহে ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কলকাতার রাতের তাপমাত্রা বেড়ে ১৭ ডিগ্রিতে পৌঁছতে পারে। পিছিয়ে নেই জেলাগুলিও। সব জেলাতেই কম-বেশি তাপমাত্রার পারদ চড়েছে। ১৭ জানুয়ারি, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার কমবে। ১৫ ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা। কিন্তু তার নীচে হয়ত আর নামবে না তাপমাত্রা। (AFP)