Rain Forecast in South Bengal: আগামী এক থেকে দুই ঘণ্টায় রাজ্যের দুটি জেলায় বৃষ্টি নামছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেইসময় আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সোমবার পর্যন্ত কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/5আগামী এক থেকে দুই ঘণ্টায় বাঁকুড়া এবং ঝাড়গ্রাম বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেইসময় তাঁদের আমজনতাকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আবহবিদরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/5এমনিতে আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5আলিপুর আবহাওয়া দফতর: আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5আবহবিদরা জানিয়েছেন, জুন এবং জুলাই মিলিয়ে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি ৪৭ শতাংশে ঠেকেছে। অগস্টের পরিস্থিতিও ভালো নয়। আপাতত যা ইঙ্গিত, তাতে বড়জোর স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হতে পারে। স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5আবহবিদরা জানিয়েছেন, অগস্টের প্রথম ১৫ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এখনও কোনও আশার আলো দেখা যাচ্ছে না। সেই পরিস্থিতিতে আবারও রাজ্যে খরার আশঙ্কা বাড়ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)