পুরোপুরি পূরণ না হলেও নিম্নচাপের জেরে বৃষ্টির ঘাটতি কিছুটা কমবে। এমনই পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। শনিবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
1/5শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ওড়িশা উপকূলে সৃষ্ট নিম্নচাপ। দিঘা থেকে উত্তর পূর্ব দিকে দশ কিলোমিটার দূরে রয়েছে এই নিম্নচাপ। (AP)
2/5আজ ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়ায়। তবে কলকাতাতে এই নিম্নচাপের ফলে কোনও ভারী বৃষ্টি হবে না আজ। (AP)
3/5কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে। দক্ষিণবঙ্গে বাদবাকি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। (AP)
4/5আজ এই নিম্নচাপ ঝাড়খণ্ড, ছত্রিশগড়ের দিকে চলে যাবে। এই নিম্নচাপের ফলে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে বেগে ঝোড়ো হাওয়া বইবে। কলকাতা, হাওড়া, ঝাড়গ্রামেও ঝোড়ো বাতাস বইবে আজ। (AP)
5/5সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে দিনের আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রির আশেপাশে থাকবে। গতকাল কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯ ডিগ্রি ছিল। স্বাভাবিকের থেকে তা ৩ ডিগ্রি কম। আজও বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশের আশেপাশে থাকবে। (AP)