বাংলা নিউজ > ছবিঘর > Rain forecast in WB till 13th Sept: রবি-সোমে কমবে বৃষ্টি, তারপর মঙ্গলে ফের বাংলার আকাশে ঘনিয়ে আসবে অমঙ্গলের মেঘ

Rain forecast in WB till 13th Sept: রবি-সোমে কমবে বৃষ্টি, তারপর মঙ্গলে ফের বাংলার আকাশে ঘনিয়ে আসবে অমঙ্গলের মেঘ

 আজ সকালেক দিকে দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টি হওয়ার পরই বেলায় আকাশ মেঘহীন হয়ে যায়। বহু জায়গায় সাদা তুলোর মতো মেঘ ভাসতে শুরু করে। ধূসর মেঘের দেখা সেভাবে মেলেনি। তবে আগামী সপ্তাহে ফের একবার বদলাবে দক্ষিণবঙ্গের আকাশের রূপ।