বাংলা সংলগ্ন অঞ্চলে অবস্থান করছে একটি নিম্নচাপ অক্ষরেখা। এর জেরে গতকাল দেশের ও রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। আজ থেকে পশ্চিমবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই বৃষ্টি চলবে আগামী চারদিন। বৃহস্পতিবার থেকে বৃষ্টি শুরু হয়ে তা রবি, সোমবার পর্যন্ত চলতে পারে। বেশি বৃষ্টির সম্ভাবনা শনি, রবিবারে।
1/5ঝড়বৃষ্টির কারণে বৃহস্পতিবার কমলা সতর্কতা জারি রয়েছে। শুক্রবার কমলা সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানের জন্য। অবশ্য, রাজ্যের কোথাও টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তাছাড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই কোথাও। জায়গায় জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এই ক'দিন।
2/5পশ্চিমি ঝঞ্ঝা বাংলার লাগোয়া অঞ্চলে বয়ে এনেছে উত্তুরে হাওয়া। সেই উত্তুরে এবং পূবালি হাওয়ার সঙ্ঘাতে দার্জিলিং থেকে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ড হয়ে দক্ষিণ ওডিশা পর্যন্ত গড়ে উঠেছে একটি নিম্নচাপ অক্ষরেখা। সোমবার পর্যন্ত বঙ্গোপসাগর থেকে বয়ে আসবে জলীয় বাষ্পপূর্ণ হাওয়া। এর প্রভাবে দার্জিলিং–সহ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পঙে ঝড়বৃষ্টি শুরু হয়েছে গতকালই। তা চলবে আগামী চারদিন। দুই দিনাজপুর, মালদারও কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হবে আগামী ক'দিন।
3/5মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরে আজ বৃষ্টি হতে পারে। এরপর আগামী চারদিন দক্ষিণবঙ্গের সব জেলারই এক-দুই জায়গায় ঝড়বৃষ্টি হবে। গাঙ্গেও পশ্চিমবঙ্গের তাপমাত্রা আগামী কয়েকদিনে ২ থেকে ৪ ডিগ্রি কমে যেতে পারে এই ঝড়বৃষ্টির জেরে।
4/5এদিকে কালবৈশাখীর সময় দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। হাওয়া অফিস জানিয়েছে, ১৭ মার্চ দক্ষিণবঙ্গে সব জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৮ এবং ১৯ মার্চ বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। এই বৃষ্টি ২১ মার্চ পর্যন্ত জারি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। পরে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবারও।
5/5হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ১৬ মার্চ থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে মহানগরীতে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে। একটানা বৃষ্টিপাতের সম্ভাবনা অবশ্য নেই। বৃষ্টির জেরে শহরের তাপমাত্রা কিছুটা কমবে। এদিকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে আজ।