আজ রাজ্যের বহু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কারণে দখিনা বাতাসের অভাবেই এই পরিস্থিতি তৈরি হয়েছে বঙ্গে। আগামী কয়েকদিনও বজায় থাকবে এই তাপপ্রবাহ। এরপর দক্ষিণের কয়েকটি জেলায় মোখার জন্য হতে পারে স্বস্তির বৃষ্টি।
1/5হাওয়া অফিস জানিয়েছে, আজ, আগামিকাল এবং পরশু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের হলুদ ও কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে এরপর আগামী ১৩ তারিখ থেকেই আবহাওয়ায় আমূল পরিবর্তন আসতে পারে দক্ষিণবঙ্গে। বিশেষ করে দুই ২৪ পরগনায় নামতে পারে স্বস্তির বৃষ্টি। এমনই পূর্বাভাস জারি করল হাওয়া অফিস।
2/5আজ এবং আগামিকাল উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। এর মধ্যে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি থাকবে হলুদ সতর্কতা। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে জারি থাকবে কমলা সতর্কতা।
3/5এরপর ১২ তারিখ তাপমাত্রা কিছুটা কমতে পারে কিছু জেলায়। তবে অধিকাংশ জায়গায় পারদ থাকবে স্বাভাবিকের ওপরেই। সেদিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে। এর মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানে জারি থাকবে হলুদ সতর্কতা। পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং বীরভূমে জারি থাকবে কমলা সতর্কতা।
4/5আগামী ১৩ তারিখ বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। পূর্বাভাস অনুযায়ী, সেদিন বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে এই দুই জেলায়। ১৪ তারিখ, রবিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে। সেদিন এই তিন জেলায় জারি হলুদ সতর্কতা। ১২ থেকে ১৪ তারিখ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
5/5এদিকে আজ এবং আগামিকাল, এই দু'দিন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে। এই তিন জেলায় জারি সতর্কতা। এর মধ্যে মালদায় জারি কমলা সতর্কতা। এদিকে আজ বৃষ্টি হবে উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলায় দার্জিলিং, কালিম্পঙে। সঙ্গে হবে বজ্রপাত। এরপর আগামী কয়েকদিন শুষ্ক থাকবে আবহাওয়া। এরপর আবার ১৪ তারিখ এই দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।