Rain Forecast in West Bengal: আগামিকাল রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জেলায় হালকা বর্ষণের পূর্বাভাস আছে। তবে আগামী মঙ্গলবার কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী বুধবার পর্যন্ত পশ্চিমবঙ্গের কোন জেলায় কত বৃষ্টি হবে, তা দেখে নিন -
1/7নয়া সপ্তাহের প্রথম কর্মদিবসে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। আগামিকাল (২২ অগস্ট) দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/7তবে মঙ্গলবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ এবং নদিয়ার একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত (৭০ মিলিমিটার থেকে ১১০ মিলিমিটার) হতে পারে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বর্ষণ চলবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/7বুধবার (২৪ অগস্ট) অবশ্য ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/7আগামিকাল (সোমবার) উত্তরবঙ্গের পাঁচ জেলায় (দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় (জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার) হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/7মঙ্গলবার (২৩ অগস্ট) উত্তরবঙ্গের আট জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
6/7বুধবার (২৪ অগস্ট) উত্তরবঙ্গের পাঁচ জেলায় (দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) হালকা বৃষ্টি হতে পারে। বাকি তিন জেলায় (জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার) হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
7/7তাপমাত্রা: আগামী পাঁচদিনে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া এলাকায় তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়বে বলে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)