বিগত বেশ কয়েকদিন ধরেই অস্বস্তিকর গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। আর মঙ্গলবারও সকাল সকাল আকাশে চড়া রোদ। অফিস যেতে গিয়ে ঘেমে নেয়ে একাকার সাধারণ মানুষ। তবে এরই মধ্যে তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। আজ সকালের বুলেটিনে কী জানাচ্ছে আবহাওয়া দফতর?
1/5আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে। এদিকে উত্তর ২৪ পরগনা হাওড়া, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেদিনও পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আজ বাংলার সব জেলায় ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। (PTI)
2/5উত্তরবঙ্গের সব জেলাতেও আজ ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে উত্তরের সব জেলাতেই ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। এর জেরে উত্তরবঙ্গের আট জেলা - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে। (PTI)
3/5এদিকে আগামিকাল, ২৪ মে দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে সব জেলায় ৫০ থেকে ৬০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর জেরে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। (PTI)
4/5এরপর মাঝারি বৃষ্টি জারি থাকবে ২৫ থেকে ২৭ মে পর্যন্ত। এই দিনগুলিতে ঝোড়ো হাওয়ার গতিবেগ কিছুটা কম থাকতে পারে। এই আবহে এই তিনদিনের জন্য উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে জরি করা হয়েছে হলুদ সতর্কতা। (PTI)
5/5এদিকে উত্তরবঙ্গেও আগামিকাল সব জেলাতে জারি থাকবে কমলা সতর্কতা। তুমুল ঝড় হতে পারে সেখানে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে ২৫ মে। এর সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে উত্তরের জেলাগুলিতে। বৃষ্টিও জারি থাকবে। এই আবহে আগামী ২৫ থেকে ২৭ মে পর্যন্ত হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। (PTI)