কালবৈশাখীর দেখা নেই। উত্তরবঙ্গে বৃষ্টি হওয়ায় উত্তর-পূর্ব ভারত পর্যন্ত জলীয় বাষ্পের প্রাচীর তৈরি হয়েছে। যার জেরে দক্ষিণে বৃষ্টির কোনও চিহ্ন নেই। এক পশলা বৃষ্টির জন্য তাই আরও বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে বঙ্গবাসীকে।
1/4বিহার, ঝাড়খণ্ড ও বাংলার বহু জায়গায় তাপপ্রবাহ বইছে। আসানসোল, বাঁকুড়া, পানাগড়ে তাপমাত্রা ৪৩ ডিগ্রির গণ্ডি ছাড়িয়েছে। বর্ধমান, বীরভূমের শ্রীনিকেতন,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে তাপমাত্রা ৪২ ডিগ্রি ছাড়িয়েছে। (PTI)
2/4পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের সব জায়গাতেই তাপপ্রবাহ চলবে আজ। আগামী ৪৮ ঘণ্টা ধরে তাপপ্রবাহ জারি থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, ঝাড়গ্রামে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/4তবে আগামী মাসের ২ তারিখ থেকে দক্ষিণবঙ্গের আকাশের রূপ বদলের একটা সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় ২ মে থেকে হালকা বৃষ্টি হতে পারে। তবে আগামী দুই একদিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই৷ (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/4 উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা - দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে আজ ও আগামিকাল হালকা বৃষ্টি হবে। মালদা এবং দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)