WB Rain Chance and Weather till 3rd April: গরম বাড়ছে কলকাতায়, শনিতে বাংলার ৪ জেলায় বৃষ্টি, চলবে তারপরও, কবে কোথায় হবে?
Updated: 28 Mar 2025, 07:02 PM ISTযথেষ্ট গরম পড়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। তারইমধ্যে শনিবার রাজ্যের চারটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। এমনকী সতর্কতাও জারি করা হয়েছে। কতদিন বৃষ্টি চলবে? আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি