বাংলা নিউজ > ছবিঘর > Rain in South Bengal Latest Forecast: বিকেলের পর থেকেই শুরু হবে ঝড়বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে জারি সতর্কতা

Rain in South Bengal Latest Forecast: বিকেলের পর থেকেই শুরু হবে ঝড়বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণবঙ্গ জুড়ে জারি সতর্কতা

আজ সকাল থেকেই কলকাতার আকাশে দেখা গিয়েছিল কালো মোঘ। তবে বেলা গড়াতেই ঝলমলে রোদ দেখা দেয় আকাশে। তবে হাওয়া হইছে মাঝে মাঝেই। এই আবহে হাওয়া অফিস জানিয়ে দিল, সন্ধ্যায় কলকাতায় বৃষ্টি নামতে চলেছে। সঙ্গে হবে ঝড়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আজ বৃষ্টি হবে বিকেলের পর।