আজ সকাল থেকেই কলকাতার আকাশে দেখা গিয়েছিল কালো মোঘ। তবে বেলা গড়াতেই ঝলমলে রোদ দেখা দেয় আকাশে। তবে হাওয়া হইছে মাঝে মাঝেই। এই আবহে হাওয়া অফিস জানিয়ে দিল, সন্ধ্যায় কলকাতায় বৃষ্টি নামতে চলেছে। সঙ্গে হবে ঝড়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও আজ বৃষ্টি হবে বিকেলের পর।
1/5আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানায় হাওয়া অফিস। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজকে বিকেলের পর বা সন্ধ্যা নাগাদ শহরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিসের ওয়েবসাইট। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়া। এর জেরে শহরে আজ জারি থাকবে হলুদ সতর্কতা। (Utpal Sarkar)
2/5এদিকে আজ বিকেলে উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রপাত সহ মাঝারি বৃষ্টি হতে পারে। এর মধ্যে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঝোড়ো হাওয়ার গতিবেগ ঘণ্টা ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। এর জেরে এই চার জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া অফিস। (Utpal Sarkar)
3/5এদিকে কলকাতার পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বজ্রবিদ্যুৎ সহ বালকা বৃষ্টি হতে পারে আজ বিকেলের পর। এই জেলাগুলিতে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া হয়ে যেতে পারে। এর জন্য এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া পশ্চিমের কয়েকটি জেলা - পুরুলিয়া, ঝাড়গ্রামেও হালকা বৃষ্টিপাত হতে পারে বজ্রপাতের সঙ্গে। এই জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (Utpal Sarkar)
4/5এদিকে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়ায় আগামী চারদিনও ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর জন্য আগামী কয়েকদিনের জন্য এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী পাঁচদিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন হবে না। (Utpal Sarkar)
5/5এদিকে আগামিকাল, ১৯ তারিখও মে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে শহরে। সেদিন কলকাতার আকাশ মেঘলা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সেদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে কলকাতা ও আশেপাশের সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এদিনও হলুদ সতর্কতা জারি থাকবে কলকাতায়। এরপর আগামী তিনদিনও বৃষ্টি জারি থাকবে বাংলার রাজধানীতে। (Utpal Sarkar)