গতকাল কালবৈশাখীতে তছনছ হয়েছিল দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা। তবে সকাল থেকে আজ আকাশে রোদ ঝলমল করেছে। যদিও হাওয়া অফিস জানিয়ে দিল, আর কিছুক্ষণেই আকাশের রূপ বদলে যাবে পুরোপুরি। ঝড়বৃষ্টি শুরু হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
1/5আজ আর কিছুক্ষণের মধ্যেই উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে ঝড় উঠবে। সঙ্গে মাঝারি বৃষ্টি শুরু হবে এই জেলাগুলিতে। এর জেরে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়াও বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদ এবং নদিয়াতেও ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইবে। হবে বৃষ্টি। এর জন্য এই জেলাগুলিতেও দারি হয়েছে হলুদ সতর্কতা। (PTI)
2/5এছাড়া পশ্চিমের জেলাগুলি - পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমেও ঝড়বৃষ্টি হবে। এই জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের দুপুরের বুলিটেনে। এর সঙ্গে এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হতে পারে। এর জেরে এই সবকটি জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (PTI)
3/5এদিকে আজকের পর আগামিকালও ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি। সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। এর জেরে এই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (PTI)
4/5এদিকে পরশু ঝড়বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সেদিন ঝড়ের গতি ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। সঙ্গে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর জেরে ১৮ মে কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে। (PTI)
5/5এরপর ১৯ এবং ২০ মে ঝড়বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামিকাল ঝোড়ো হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি। সঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। এর জেরে এই দু'দিনের জন্য দক্ষিণের সব জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (PTI)