বাংলা নিউজ >
ছবিঘর > Rain and thunderstorm forecast: রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’
Rain and thunderstorm forecast: রাতেই ৪ জেলায় বৃষ্টি, ৪০ কিমিতে ঝড়, বুধবার থেকে অপেক্ষা করে আছে ‘জ্বলন্ত কড়া’ Updated: 23 Apr 2024, 11:34 PM IST Ayan Das প্রবল গরমের মধ্যে রাতে কিছু স্বস্তি পেতে চলেছে দক্ষিণবঙ্গের চারটি জেলা। এখন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি নামবে। সঙ্গে ঘণ্টায় ৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। আগামী সোমবার (২৯ এপ্রিল) পর্যন্তক দক্ষিণবঙ্গের কোন জেলায় কেমন আবহাওয়া থাকবে, সেটা দেখে নিন। 1/5 দিনভরের গরমের পরে রাতেই বৃষ্টি দক্ষিণবঙ্গের চারটি জেলায়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী দু'তিন ঘণ্টা বৃষ্টি চলবে। রাত ১১ টা থেকে শুরু হয়েছে বৃষ্টি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) 2/5 তবে রাতটুকুই স্বস্তি। কারণ বুধবার থেকে আগামী সপ্তাহের সোমবার (২৯ এপ্রিল) পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টির পূর্বাভাস নেই। শুষ্ক থাকবে প্রতিটি জেলার আবহাওয়া। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) 3/5 বুধবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় (পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান) লাল সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ প্রবল তাপপ্রবাহ চলবে। বাকি ১১টি জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কমলা সতর্কতা জারি করা হয়েছে। শুধুমাত্র দক্ষিণ ২৪ পরগনায় চলবে প্রবল তাপপ্রবাহ। বাকি ১০টি জেলায় তাপপ্রবাহ চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই) 4/5 উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে প্রবল তাপপ্রবাহ হবে। বাকি জেলাগুলিতেও তাপপ্রবাহ চলবে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে লাল সতর্কতা জারি করা হয়েছে। বাকি ১১টি জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে বিপিন কুমার/হিন্দুস্তান টাইমস) 5/5 শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। ওই দু'দিন উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং বীরভূমে প্রবল তাপপ্রবাহ চলবে। বাকি জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে। রবিবার এবং সোমবারও অস্বস্তিকর গরম থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে বিপিন কুমার/হিন্দুস্তান টাইমস)