আজ সকালের দি আকাশ আংশিক মেঘলা থাকলে বেলা যত গড়িয়েছে, তত অস্বস্তিকর গরম বেড়েছে। তবে বিকেলের দিকে আকাশের রূপ বদলে যেতে পারে দক্ষিণ ও উত্তরবঙ্গে। একাধিক জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী কয়েকদিনও এই ঝড়বৃষ্টি জারি থাকবে।
1/6আজ বিকেলের পর দক্ষিণবঙ্গের সব জায়গাতেই মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। আজও ঝোড়ো হাওয়ার বেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি হতে পারে। এই আবহে এই সবকটি জেলাতেই জারি করা হয়েছে কমলা সতর্কতা। (HT_PRINT)
2/6এদিকে উত্তরবঙ্গের সব জেলাতে আজও ঝড়বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে উত্তরের সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। এর জেরে উত্তরবঙ্গের আট জেলা - দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আগামী কয়েকদিন এই বৃষ্টি জারি থাকবে উত্তরে। (HT_PRINT)
3/6আজ কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে দিনের বেলাতে আকাশ আংশিক মেঘলা ছিল। মাঝে মাঝে সূর্য উঁকি দিলেও রোদের তেজ ততটাও বেশি ছিল না। তবে অস্বস্তিকর গরম ছিল। আজ বিকেলের পর তুমুল ঝড়বৃষ্টি হতে পারে শহরে। এর জেরে শহরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৬ ডিগ্রি এবং ২৫ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। (HT_PRINT)
4/6On Monday evening, the city received moderate rainfall along with thunder activities. (Ravindra Joshi/HT PHOTO) (HT_PRINT)
5/6আগামিকাল থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে জারি থাকবে মাঝারি বৃষ্টি। আজকের মতো শুক্রবারও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল বেগে ঝোড়ো হাওয়া বইবে। শুক্রবার দক্ষিণ সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। এরপর শনিবারও ঝোডবৃষ্টির সম্ভবনা আছে জেলায় জেলা। এই আবহে শনি জারি করা হয়েছে হলুদ সতর্কতা। রবিবারও বৃষ্টি জারি থাকবে রাজ্যে। (HT_PRINT)
6/6এদিকে আগামিকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে কলকাতা ও আশেপাশের অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৫ ডিগ্রির আশেপাশে। আগামিকালও কলকাতায় ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঝোড়ো হাওয়া বইতে ৪০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে। এর জেরে আগামিকাল হলুদ সতর্কতা জারি করা হয়েছে কলকাতায়। (HT_PRINT)