Rain Forecast in WB till 10th September: আগামিকাল কিছুটা বৃষ্টি বাড়বে একাধিক জেলায়, শুক্রবার থেকে বেশি হবে কোথায় কোথায়?
Updated: 06 Sep 2023, 04:35 PM ISTআপাতত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একটি নিম্নচাপের প্রত্যক্ষ প্রভাব আছে। তার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। তারইমধ্যে আগামিকাল কয়েকটি জেলায় বেশি বৃষ্টি হবে। আবার শুক্রবার থেকে অন্য কয়েকটি জেলায় বর্ষণ বাড়বে।
পরবর্তী ফটো গ্যালারি