উলুবেড়িয়ার একটি রিসর্টে সপরিবারে ছুটি কাটাচ্ছেন তারকা দম্পতি। প্রথমবার ছেলেকে নিয়ে শহরের বাইরে রাজশ্রী।
1/11করোনার জেরে বেবিমুনে যেতে পারেননি রাজ-শুভশ্রী। ছেলে একটু বড়ো হতেই সপরিবারে ঘুরতে বেরিয়ে পড়েছেন রাজ-শুভশ্রী। গতকালই নিজেদের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে সেই হলিডের কথা জানিয়েছিলেন তারকা দম্পতি। (ছবি-ইনস্টাগ্রাম @iamrajchoco)
2/11বৃহস্পতিবার সাত সকালে ইনস্টাগ্রামের দেওয়ালে একগুচ্ছ ছবি শেয়ার করলেন রাজ। যেখানে একফ্রেমে ধরা পড়ল রাজের গোটা দুনিয়া। (ছবি-ইনস্টাগ্রাম @iamrajchoco)
3/11সকালে চায়ের আড্ডায় ইউভানের সঙ্গে খেলায় মত্ত শুভশ্রী ও রাজের মা। তিন প্রজন্মকে মুঠোফোনে বন্দি করেছেন পরিচালক। আর ক্যাপশনে লিখেছেন - হলিডে মুড। (ছবি-ইনস্টাগ্রাম @iamrajchoco)
4/11কফির কাপ হাতে সাত সকালে আড্ডায় মশগুল শাশুড়ি-বউমা। একদম মেক-আপহীন লুকে গ্ল্যামারাস ডিভা নয় চক্রবর্তী বাড়ির বউমা শুভশ্রী।
5/11অগস্ট মাসেই বাবাকে হারিয়েছেন রাজ। ইউভানের আগমন চক্রবর্তী পরিবারের শোকের আবহটা দূর করেছে ঠিকই, তবে এখন মায়ের প্রতি আরও যত্নবান রাজ-শুভশ্রী। (ছবি-ইনস্টাগ্রাম @iamrajchoco)
6/11করোনা আবহ, তার উপর অন্তঃসত্ত্বা হওয়ার কারণে গত বছরের শুরু থেকেই গৃহবন্দি ছিলেন শুভশ্রী। ইউভানের জন্মের পর থেকেও ছেলেকে নিয়েই সারাক্ষণ ব্যস্ত নায়িকা। তবে এখন একটু বড় হয়েছে ছেলে। তাই চার মাসের ইউভানকে নিয়ে প্রথমবার শহর ছাড়লেন রাজশ্রী।
8/11শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোলে গিয়ে বেজায় চনমনে ইউভানও। ছোট্ট ইউভানকে নিয়ে খুব দূরে কোথাউ না, মাত্র কয়েক ঘন্টার দূরত্বে উলুবেড়িয়ার এক রিসর্টে গিয়েছেন তারকা দম্পতি।