আর দিন কয়েক পরেই ১ বছরের জন্মদিন ‘রাজশ্রী’ পুত্রের।
1/5মা-বাবার হাত ধরে সোজা পুরীর পথে রওয়ানা দিল ছোট্ট ইউভান। আর বেশ সাজগোজ করেই প্রথমবার ঘুরুঘুরু করতে চলল সে। খোশ মেজাজে যে রয়েছে তা তো মুখের দুষ্টুমিষ্টি হাসিই বলছে।
2/5এয়ারপোর্ট থেকে ছবি শেয়ার করেছেন শুভশ্রী। লাউঞ্জে অপেক্ষা করছেন ফ্লাইটের। আর বিমানে ওঠার আগে ভোলেননি টুক করে একটা সেলফি তুলে নিতে। এদিন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে দেখা গেল টুইনিং করে সাদা পোশাক পরতে।
3/5মায়ের কোলে খুদে। ফুল হাতা টি-শার্ট, থ্রি কোয়াটার প্যান্ট আর টুপিতে একেবারে ‘কুল ডুড’। শুভশ্রী আর ইউভানের এই ছবি মন কাড়ল সকলের।
4/5ছোট তো কী হয়েছে! ঘোরার আনন্দে মশগুল। একা-একাই খেলা করতে দেখা গেল ইউভানকে।
5/5‘রাজশ্রী’পুত্র ইউভানের প্রথম জন্মদিন চলতি মাসের ১২ তরিখ। মনে করা হচ্ছে তার আগে জগন্নাথ দেবের পুজো দিতে গিয়েছেন তারকা দম্পতি।