একরত্তি ছেলের হাতেই সব দায়িত্ব সঁপে দিলেন রাজ-দেখুন ‘বস’ ইউভানের ভাইরাল ছবি!
1/8রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের অফিসে আচমকাই হাজির নতুন বস। কসবায় অবস্থিত ঝাঁ চকচকে এই অফিস। এদিন সরাসরি রাজের চেয়ার দখল করে নিন মাত্র তিন মাসের ইউভান চক্রবর্তী।
2/8এখনও চারমাস পূর্ণ করেনি ইউভান, তবে নেটদুনিয়ায় হইচই ফেলেছে রাজ-শুভশ্রীর সন্তান। অনেকেই তাঁকে টলিগঞ্জের তৈমুর বলে আখ্যা দিয়ে থাকে। এই বয়সেই ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিতে ওস্তাদ ইউভান। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8রবিবার ছেলের নতুন ছবি শেয়ার করে রাজ লেখেন- 'রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের নতুন বস, ইউভান চক্রবর্তী! আমি তো হাঁফ ছেড়ে বাঁচলাম..শান্তি, এবার থেকে সব দায়িত্ব ওই সামলাবে'। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8মায়ের মতোই ছবি তুলতে খুব ভালোবাসে ইউভান। সোশ্যাল মিডিয়া থেকে ছেলেকে দূরে রাখা নয়, বরং অনুরাগীদের আর্শবাদ ও ভালোবাসাতেই বড়ো হচ্ছে রাজশ্রী পুত্র। ইউভানের তো ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া ফ্যানপেজ রয়েছে। হাজার হাজার ভক্ত তাঁকে ফলো করে। (ছবি-ইনস্টাগ্রাম)
5/8ইউভানের স্টাইল স্টেটমেন্টও ভারী সুন্দর। ক্রিসমাসে সাদা-নীল শার্ট ও নীল প্যান্টে তৈরি হয়েছিল ইউভান। খুদের স্পাইক করা চুলও নজর এড়ায়নি নেট নাগরিকদের। (ছবি-ইনস্টাগ্রাম)
6/8তিন মাস বয়সেই ইউভান কিন্তু সেলিব্রিটি। ছোট্ট ইউভানকে দেখার জন্য় মুখিয়ে থাকেন তারকা জুটির ভক্তরা। ছবি-ইনস্টাগ্রাম
7/8অনেক তারকা দম্পতিই সোশ্যাল মিডিয়ার নজর থেকে গোপনেই রাখতে চান তাঁদের আদরের সোনামণিকে। তবে এইক্ষেত্রে একদম ভিন্ন পথে হেঁটেছেন রাজ-শুভশ্রী।
8/8গত সেপ্টেম্বরে জন্ম হয় ইউভানের। চলতি বছর মে মাসে দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন মা হতে চলবার সুখবর জানিয়েছিলেন শুভশ্রী। (ছবি-ইনস্টাগ্রাম)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.