Raj Yog Money Luck Zodiacs: আগামী ফেব্রুয়ারিতে মীন রাশিতে বিশেষ রাজযোগ তৈরি হতে চলেছে। যে রাজযোগ অত্যন্ত শুভ বলে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ওই রাজযোগের ফলে একাধিক রাশির জাতকরা লাভবান হবেন। কারা কারা শুভ ফল লাভ করবেন, তা দেখে নিন -
1/4আগামী ১৫ ফেব্রুয়ারি মীন রাশিতে শুক্রের গোচর হবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, মীন রাশিতে শুক্রের প্রবেশের ফলে মালব্য রাজযোগ তৈরি হতে চলেছে। যে রাজযোগ অত্যন্ত লাভজনক বলে বিবেচিত হয়। সেই রাজযোগের ফলে আর্থিক দিক থেকে লাভবান হবেন একাধিক রাশির জাতকরা।
2/4বৃষ রাশি- বৃষ রাশির জাতকদের যে স্থানে মালব্য রাজযোগ তৈরি হবে, তা ওই রাশির জাতকদের ভাগ্যেদয়ের পথ প্রশস্ত হবে। আপনি যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করবেন। কেরিয়ারে উন্নতির প্রবল যোগ আছে। হাতে টাকা আসবে। যে বৃষ রাশির জাতকরা চাকরি করেন, তাঁদের আর্থিক উন্নতি হবে।
3/4মিথুন রাশি- মালব্য রাজযোগের ফলে মিথুন রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। মিথুন রাশির যে স্থানে মালব্য রাজযোগ তৈরি হবে, তা আর্থিক দিক লাভজনক হবে। আয় বৃদ্ধির প্রবল যোগ আছে। বিনিয়োগের থেকে লাভবান হবেন। কেরিয়ারের দিক থেকে উন্নতি হবে মিথুন রাশির জাতকদের। যাঁরা চাকরি করেন, তাঁদের প্রবল সাফল্যের যোগ তৈরি হবে।
4/4মীন রাশি- মালব্য রাজযোগের ফলে মীন রাশির জাতকদের অনুকূল সময় শুরু হতে চলেছে। মীন রাশির যে স্থানে মালব্য রাজযোগ তৈরি হতে চলেছে, তা মীন রাশির জাতকদের জন্য লাভজনক হবে। কর্মক্ষেত্রে নিজেদের ক্ষমতাও ছাপিয়ে যাবেন। তার ফলে নয়া অর্থবর্ষে চাকরিতে বেতন বৃদ্ধির পথ প্রশস্ত হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। যাঁরা এখনও বিয়ে করেননি, তাঁরা বিয়ের প্রস্তাব পাবেন।