বাংলা নিউজ > ছবিঘর > কার্তিকের প্রত্যাবর্তন থেকে পতিদার প্রাপ্তি! IPL 2022-এ RCB আর কী কী উপহার দিল?

কার্তিকের প্রত্যাবর্তন থেকে পতিদার প্রাপ্তি! IPL 2022-এ RCB আর কী কী উপহার দিল?

RCB এখন শুধু বিরাট কোহলি কেন্দ্রিক নয়- ২০২২ সালে এক অন্য ছবি দেখা গেল। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখ একজনই ছিলেন, তিনি হলেন বিরাট কোহলি। কিন্তু ২০২২ মরশুমে বিরাট কোহলি সেভাবে খেলতে পারেননি। তার ফলে বহু নতুন মুখের উপর ভরসা করতে শিখেছে RCB ফ্র্যাঞ্চাইজি।