বাংলা নিউজ >
ছবিঘর >
কার্তিকের প্রত্যাবর্তন থেকে পতিদার প্রাপ্তি! IPL 2022-এ RCB আর কী কী উপহার দিল?
কার্তিকের প্রত্যাবর্তন থেকে পতিদার প্রাপ্তি! IPL 2022-এ RCB আর কী কী উপহার দিল?
Updated: 01 Jun 2022, 05:16 PM IST
লেখক Sanjib Halder
RCB এখন শুধু বিরাট কোহলি কেন্দ্রিক নয়- ২০২২ সালে এক অন্য ছবি দেখা গেল। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখ একজনই ছিলেন, তিনি হলেন বিরাট কোহলি। কিন্তু ২০২২ মরশুমে বিরাট কোহলি সেভাবে খেলতে পারেননি। তার ফলে বহু নতুন মুখের উপর ভরসা করতে শিখেছে RCB ফ্র্যাঞ্চাইজি।
1/5দীনেশ কার্তিকের ফর্মে ফেরা- ২০২২ আইপিএল-এর মরশুমে ১৬ ম্যাচে ১৮৩.৩৩ স্ট্রাইক রেটে ৩৩০ রান করেছেন দীনেশ কার্তিক। তিনি চলতি মরশুমে অপরাজিত ৬৬ রানের বড় ইনিংস খেলেছেন। সদ্য সমাপ্ত আইপিএল-এ উইকেটের পিছনেও দারুণ পারফর্ম করেছেন তিনি। সেই কারণেই ভারতীয় দলে ফের ডাক পেয়েছেন। IPL 2022-এ RCB ট্রফি জিততে ব্যর্থ হলেও দারুণ ভাবে প্রত্যাবর্তন করেছেন দীনেশ কার্তিক। (ছবি-পিটিআই) (ANI)
2/5ওয়ানিন্দু হাসারাঙ্গা- চলতি মরশুমে দারুণ পারফর্ম করেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্পিন বোলার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ১৬ ম্যাচে ২৬টি উইকেট শিকার করেচেন তিনি। অল্পের জন্য বেগুনি টুপি হাতছাড়া হয়েছে তার। তবে ২০২২ আইপিএল-এ RCB- বড় প্রাপ্তি হলেন শ্রীলঙ্কার এই তরুণ বোলার। বল হাতে চমক দেখানোর পাশাপাশি ব্যাটিং ও ফিল্ডিং-এও সকলের নজর কেড়েছেন তিনি। (ছবি-এএনআই) (ANI)
3/5রজত পতিদারকে ২০২২ আইপিএলের মেগা নিলামে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনেইনি। কিন্তু তাঁর ভাগ্য খোলে সিসোদিয়ার চোট পাওয়ার পরে। চোটের জন্য গোটা আইপিএল মরশুম থেকে ছিটকে যান লুবনিথ সিসোদিয়া। সিসোদিয়ার জায়গায় দলে নেওয়া হয়েছিল রজত পতিদারকে। নিজের বিয়ে স্থগিত করে RCB তে যোগ দেন। এরপরে পতিদারই এলিমেনটরে ব্যাঙ্গালোরের হয়ে তাণ্ডব চালান। আইপিএলের ইতিহাসে নজির গড়েন পতিদার। প্রথম আনক্যাপ ক্রিকেটার হিসাবে শতরান করেন তিনি। আট ম্যাচে ১৫২. ৭৫ স্ট্রাইক রেটে ৫৫.৫০ রানের গড়ে ৩৩৩ রান করেন তিনি। যার মধ্যে ছিল ইডেনের অপরাজিত ১১২ রান। (ছবি-পিটিআই) (ANI)
4/5দল এখন শুধু বিরাট কোহলি কেন্দ্রিক নয়- ২০২২ সালে এক অন্য ছবি দেখা গেল। এর আগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মুখ একজনই ছিলেন, তিনি হলেন বিরাট কোহলি। কিন্তু ২০২২ মরশুমে বিরাট কোহলি সেভাবে খেলতে পারেননি। তার ফলে বহু নতুন মুখের উপর ভরসা করতে শিখেছে RCB ফ্র্যাঞ্চাইজি। যদিও দল প্লে অফে খেলেছে তবু এই দলে বিশেষ ভূমিকা পালন করেননি কোহলি। ফলে বলা যেতেই পারে একটা দল হিসাবে খেলতে শিখেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। (ছবি-এএনআই) (ANI)
5/5আকাশ দীপ ও শাহবাজ আহমেদ- ২০২২ আইপিএল বাংলা ক্রিকেটের জন্য খুশির খবর বয়ে এনেছে। কারণ এবারে একদিকে ঋদ্ধিমান সাহা ও মহম্মদ শামি দারুণ খেলেছেন, তেমনই ভালো খেলেছেন শাহবাজ আহমেদ ও আকাশ দীপ। এই দুই তারকা RCB তে গিয়ে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন। শাহবাজ আহমেদ ব্যাট ও বলে দলকে ভরসা দিয়েছেন। আকাশ দীপ বল হাতে দারুণ করেছেন। (ছবি-এএনআই) (ANI)