1/9মাত্র ৫৮ বছর বয়সেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর। শেষযাত্রায় শামিল গোটা কাপুর পরিবার সহ শাহরুখ খান, অনিল আম্বানিরা।
2/9এদিন কাকা রাজীব কাপুরের শেষযাত্রায় কাঁধ দিলেন রণবীর কাপুর। ছিলেন আধার জৈন, আরমান জৈনরা। হবু শ্বশুরবাড়ির পাশে দাঁড়াতে মলদ্বীপ থেকে তড়িঘড়ি মুম্বইয়ে ফিরে সোজা কাপুর ম্যানসনে পৌঁছান আলিয়া।
3/9কাপুর পরিবারের পাশে দাঁড়াতে হাজির শাহরুখ খান।
4/9কাপুর পরিবারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক শাহরুখের। সেই সূত্রেই এদিন রাজীব কাপুরের শেষযাত্রায় শামিল হন বাদশা।
5/9রাজীব কাপুরকে শেষশ্রদ্ধা জানাতে আসা মানুষদের সঙ্গে হাত জোড় করে সৌজন্য বিনিময় করছেন ঋষি কাপুর পত্নী তথা প্রয়াত অভিনেতার বড় বৌদি নীতু কাপুর। হবু শাশুড়িকে আগলে আলিয়া ভাট।
6/9ভাইয়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেতা রণধীর কাপুর। মাত্র কয়েকমাসের ব্যাবধানে তিন ভাই-বোনকে হারালেন রাজ কাপুরের সবচেয়ে বড় ছেলে।
7/9আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল রাজীব কাপুরের। কাকার মৃত্যু সংবাদ শুনেই বাপের বাড়িতে ছুটে যান অন্তঃসত্ত্বা করিনা।
8/9৯ মাসের অন্তঃসত্ত্বা করিনা। আগামী সপ্তাহেই সন্তানের জন্ম দেবেন তিনি। তবে পরিবারের কঠিন সময়ে পাশে থাকলেন তিনিও। কাকার মৃত্যুর খবর পেয়েই ছুটে যান করিশ্মাও। এদিন সাদা-কুর্তা ও কালো লেগিংসে দেখা গেল করিনাকে। করিশ্মা পরেছিলেন নীল-সাদা চেক ড্রেস।
9/9রাজীব কাপুরের কোনও সন্তান না থাকায় এদিন দাদা রণধীর কাপুরই তাঁর শেষকৃত্য সারলেন। ভাইয়ের মৃত্যুতে বিধ্বস্ত বর্ষীয়ান অভিনেতা।