এক সঙ্গে ৭২টি Boeing 737 বিমানের-এর অর্ডার দিল আকা... more
এক সঙ্গে ৭২টি Boeing 737 বিমানের-এর অর্ডার দিল আকাশা এয়ার। এর বাজার মূল্য জানেন?
1/5শেয়ার বাজার হোক বা অন্য ব্যবসা। রাকেশ ঝুনঝুনওয়ালা মানেই দীর্ঘমেয়াদের জন্য বিপুল অঙ্কের বিনিয়োগ। নিজের নয়া বিমান সংস্থা আকাশা এয়ারের ক্ষেত্রেও অন্যথা করলেন না ধনকুবের বিনিয়োগকারী। এক সঙ্গে ৭২টি Boeing 737 বিমানের-এর অর্ডার দিল আকাশা এয়ার। এর বাজার মূল্য জানেন? ফাইল ছবি : রয়টার্স (PTI)
2/5লিস্টেড দাম অনুযায়ী এর বাজার মূল্য প্রায় ৯ বিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৬৬ হাজার কোটি টাকারও বেশি! ফাইল ছবি : রয়টার্স (PTI)
3/5আকাসার অর্ডারে দুটি ভ্যারিয়েন্ট রয়েছে, 737-8 এবং উচ্চ-ক্ষমতাসম্পন্ন 737-8-200। ছবি : মিন্ট (PTI)
4/5আকাসা এয়ারের সিইও বিনয় দুবে বলেছেন, 'আমাদের প্রথম বিমানের অর্ডারের জন্য বোয়িং-এর সঙ্গে অংশীদারিত্ব করতে পেরে আমরা আনন্দিত। আকাসা এয়ারের ব্যবসায়িক পরিকল্পনা এবং নেতৃত্বের প্রতি ভরসা রাখার জন্য তাঁদের ধন্যবাদ জানাই৷' ফাইল ছবি : মিন্ট (PTI)
5/5আগামী বছর থেকেই বাণিজ্যিক উড়ান শুরু করার কথা আকাশা এয়ারের। ফাইল ছবি : পিটিআই (PTI)