1/7টাটা গ্রুপের এক সংস্থায় বড়সড় অংশীদার রাকেশ ঝুনঝুনওয়ালা। সম্প্রতি টাটা গ্রুপের এক সংস্থার শেয়ার বেশ কিছুটা হ্রাস পেয়েছে। আর তার ফলে প্রায় ১,১৮৫ কোটি টাকার নেট ওয়ার্থ হারিয়েছেন দুঁদে বিনিয়োগকারী। কোন শেয়ারের কথা বলা হচ্ছে? (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (Reuters)
2/7আলোচ্য স্টকের নাম টাইটান কোম্পানি লিমিটেড। টাইটান কোম্পানি বিগ বুল রাকেশ ঝুনঝুনওয়ালার অন্যতম প্রিয় স্টক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
3/7তবে এই ফ্ল্যাগশিপ টাটা গ্রুপ কোম্পানিতে জানুয়ারি থেকে মার্চ ত্রৈমাসিকে অংশীদারিত্ব কমিয়েছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
4/7কতটা কমিয়েছিলেন? ৫.০৯ শতাংশ থেকে কমিয়ে ৫.০৫ শতাংশ করেছিলেন তিনি। আর অংশীদারিত্ব কমানোর কারণও আন্দাজ করতে পারছেন অনেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (reuters)
5/7চলতি বছরে এখনও পর্যন্ত টাইটানের শেয়ারের দাম বেশ কিছুটা কমেছে। ২০২২-এ শেয়ার প্রতি প্রায় ৩০৮ টাকা হ্রাস পেয়েছে। (রয়টার্স) (REUTERS)
6/7৩ জানুয়ারি ২০২২-এর টাইটানের শেয়ার দর ছিল ২,৫২৩.৮৫ টাকা। ৭ মে ২০২২-এ সেটা কমে দাঁড়িয়েছে ২,২১৫.১৫ টাকা। ছবি: গুগল ফিন্যান্স (Google Finance)
7/7তবে গত ১ বছরের হিসাবে কিন্তু অনেকটাই বেড়েছে টাইটানের শেয়ার দর। গত ২০২১ সালের ১০ মে টাইটানের শেয়ার দর ছিল ১,৪৫৫.১৫ টাকা। ছবি: গুগল ফিন্যান্স (Google Finance)