স্রেফ ১০ মিনিটেই ১৮৬ কোটি টাকা আয় রাকেশ ঝুনঝুনওয়ালার।
1/6স্রেফ ১০ মিনিটে ১৮৬ কোটি টাকা উপার্জন করলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। দুটি সংস্থার শেয়ার থেকেই তাঁর লক্ষ্মীলাভ হয়েছে তাঁর - টাইটান কোম্পানি এবং টাটা মোটরস। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
2/6সোমবার বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে টাইটান কোম্পানির শেয়ারের দাম ছিল ২,৩৯৮ টাকা। যা মঙ্গলবার বাজার খোলার ১০ মিনিটের মধ্যে ২,৪৩৫ টাকায় পৌঁছে যায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6একইভাবে মঙ্গলবার বাজার খোলার সময় টাটা মোটরসের প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৭৬.১৫ টাকা। যা কিছুক্ষণের মধ্যেই বেড়ে পৌঁছায় ৪৭৬.২৬ টাকায়। সোমবার বাজার বন্ধের সময় ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে টাটা মোটরসের প্রতিটি শেয়ারের দাম ছিল ৪৭১.৪৫ টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6গত বছর অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, টাইটান কোম্পানিতে ঝুনঝুনওয়ালার ৩,৫৭,১০,৩৯৫ টি বা ৪.০২ শতাংশ শেয়ার আছে। তাঁর স্ত্রী রেখার হাতে আছে ১.০৭ শতাংশ বা ৯৫,৪০,৫৭৫ টি শেয়ার। অর্থাৎ সার্বিকভাবে তাঁদের হাতে টাইটান কোম্পানির ৪,৫২,৫০,৯৭০ টি বা ৫.০৯ শতাংশ শেয়ার আছে। (ফাইল ছবি, মিন্ট)
5/6চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের রিপোর্ট অনুযায়ী, টাটা মোটরসে ঝুনঝুনওয়ালার ৩,৯২,৫০,০০০ টি বা ১.১৮ শতাংশ শেয়ার আছে। (ফাইল ছবি, মিন্ট)
6/6সেই পরিস্থিতিতে মাত্র ১০ মিনিটে ১৮৬ কোটি টাকা উপার্জন করেন রাকেশ ঝুনঝুনওয়ালা। টাইটান কোম্পানি থেকে ১৬৭ কোটি টাকা (৩৭ টাকা*৪,৫২,৫০,৯৭০) পকেটে ঢোকে। বাকি ১৯ কোটি টাকা এসেছে টাটা মোটরস থেকে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)