Rakesh Jhunjhunwala First Investment Profit: টাটার এই শেয়ারে বিনিয়োগ করে ‘বিগ বুল’ হয়ে উঠেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা
Updated: 14 Aug 2022, 12:25 PM ISTদালাল স্ট্রিটের ‘বিগ বুল’ রাকেশ ঝুনঝুনওয়ালা আজকে সকালে প্রয়াত হয়েছেন। মাত্র ৫০০০ টাকা দিয়ে যাত্রা শুরু করে এই ধনকুবের গড়ে তুলেছিলেন প্রায় ৪০ হাজার কোটি টাকার সাম্রাজ্য। ভারতের ‘ওয়ারেন বাফে’র পছন্দের শেয়ারের মধ্যে ছিল টাটা গোষ্ঠীর শেয়ার। কারণ, এক টাটা শেয়ার কিনেই নিজের প্রথন বড় লাভের মুখ দেখেছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
পরবর্তী ফটো গ্যালারি