4/6রাশিয়া এবং ইউক্রেনের ‘যুদ্ধের’ জেরে বৃহস্পতিবার ধস নামল ভারতের শেয়ার বাজারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
5/6গত অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকের ফলাফলেও বিনিয়োগকারীরা হতাশ। কোম্পানির নিট মুনাফা ১৭% কমে ৪৮ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের অর্থবর্ষের একই ত্রৈমাসিকে, সংস্থার নিট মুনাফা ছিল ৫৮ কোটি টাকা। তবে সেলসের ক্ষেত্রে কিছুটা উন্নতি হয়েছে। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (Reuters)
6/6রাকেশ ঝুনঝুনওয়ালা এবং তার স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা ৩১শে মার্চ, ২০২২ পর্যন্ত ডেল্টা কর্পোরেশনে ৭.২% শেয়ারের মালিক ছিলেন। তবে নয়া আপডেট অনুসারে, তাঁরা এখন ডেল্টা কর্পোরেশনে মোট ৬.২% শেয়ার ধরে রেখেছেন। ফাইল ছবি : হিন্দুস্তান টাইমস (Reuters)