Rakesh Jhunjhunwala Portfolio: স্টার হেলথের শেয়ারে রিকভারি। আর তার ফলে এক ধাক্কায় ১,৪৫২ কোটি টাকা মোট সম্পদ বাড়ল রাকেশ ঝুনঝুনওয়ালার।
1/6গত ৭ ট্রেডিং সেশনে ৩০% বেড়েছে স্টার হেলথ-এর শেয়ার। এই বিমা শেয়ারে বিপুল বিনিয়োগ রয়েছে প্রখ্যাত বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালার। আর তার জেরে এক ধাক্কায় ১,৪৫২ কোটি টাকা মোট সম্পদ বাড়ল তাঁর। ছবি : স্টার হেলথ ইন্স্যুরেন্স (reuters)
2/6শুক্রবার স্টার হেলথের শেয়ার ৬২০.০৫ টাকায় ক্লোজ হয়েছে। এক দিনেই ৩.৯১ টাকা বেড়েছে এই শেয়ার। ইন্ট্রা ডে হাই ছিল ৬৩৯ টাকা। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (reuters)
3/6স্টার হেলথের মার্কেট ক্যাপ বর্তমানে ৩৫,৭২১.০৯ কোটি টাকা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (reuters)
4/6গত সপ্তাহের মাঝামাঝিই এই শেয়ারের দাম ৫০০ টাকার নিচে নেমে গিয়েছিল। ৬ জুলাই এই শেয়ারের দাম ছিল ৪৭৫.৯৫ টাকা করে। ফাইল ছবি : মিন্ট (reuters)
5/6ফলে ৬ জুলাই থেকে এই শেয়ারটি প্রায় ১৪৪.১ টাকা বৃদ্ধি পেয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্য রয়টার্স) (reuters)
6/6বিমা সংস্থাটিতে রাকেশ ঝুনঝুনওয়ালা ও তাঁর স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালা, দু'জনেরই বিপুল বিনিয়োগ রয়েছে। জুন ২০২২-এর হিসাব অনুযায়ী, রাকেশ ঝুনঝুনওয়ালার ৮,২৪,৮২,৯৫৮টি স্টার হেলথের শেয়ার রয়েছে। যা মোট শেয়ারের প্রায় ১৪.৩৯%। ফাইল ছবি: রয়টার্স (reuters)