বাংলা নিউজ > ছবিঘর > Rakesh Jhunjhunwala Portfolio: টাটার দুই সংস্থার শেয়ারের জোরেই একদিনে ৫৯০ কোটির মুনাফা রাকেশ ঝুনঝুনওয়ালার!

Rakesh Jhunjhunwala Portfolio: টাটার দুই সংস্থার শেয়ারের জোরেই একদিনে ৫৯০ কোটির মুনাফা রাকেশ ঝুনঝুনওয়ালার!

Rakesh Jhunjhunwala Portfolio: মঙ্গলবার শেয়ারবাজারে ভালো দরপতন হয়েছিল। এরই মাঝে বিগবুল বিনিয়োগকারী রাকেশ ঝুনঝুনওয়ালা বড় মুনাফা পকেটে পুড়েছেন। ঝুনঝুনওয়ালা টাটা গ্রুপের দুটি শেয়ার থেকে একদিনেই ৫৯০ কোটি টাকা আয় করেন। টাটা গ্রুপের এই শেয়ারগুলি হল - টাইটান কোম্পানি এবং টাটা মোটরস।