বাংলা নিউজ >
ছবিঘর > এই সংস্থায় আরও বেশি শেয়ার বাড়ালেন Rakesh Jhunjhunwala, এটাই কি মুনাফার সুযোগ?
এই সংস্থায় আরও বেশি শেয়ার বাড়ালেন Rakesh Jhunjhunwala, এটাই কি মুনাফার সুযোগ?
Updated: 26 Apr 2022, 12:45 PM IST
Soumick Majumdar
মার্চ ত্রৈমাসিকেই ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্সে অংশীদারিত্ব বাড়িয়েছেন রাকেশ ঝুনঝুনওয়ালা।
1/5স্টক মার্কেটের রাজা রাকেশ ঝুনঝুনওয়ালাকে নজরে রাখেন? সেক্ষেত্রে তাঁর পোর্টফোলিওর শেয়ার ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্সে (Indiabulls Housing Finance Ltd) নজর রাখতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (Reuters)2/5মার্চ ত্রৈমাসিকেই ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্সে অংশীদারিত্ব বাড়িয়েছেন রাকেশ ঝুনঝুনওয়ালা। এর আগে সংস্থার ১.০৮% শেয়ার ছিল তাঁর পকেটে। সেটা বাড়িয়ে ১.২৮% করেন তিনি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে হিন্দুস্তান টাইমস) (Reuters)3/5ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্সের ৫০ লক্ষ শেয়ার ছিল বিগবুলের কাছে। ফাইল ছবি : পিটিআই (Reuters)4/5গত ত্রৈমাসিকে সেটা বাড়িয়ে ৬০ লক্ষ করেন তিনি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (Reuters)5/5মঙ্গলবার ইন্ডিয়াবুলস হাউজিং ফাইন্যান্সের শেয়ার ১৬০.০৫ টাকায় ট্রেড করছে(দুপুর ১২টা)। ছবি: গুগল ফিন্যান্স (Reuters)অন্য গ্যালারিগুলি