পবিত্র রমজান মাস চলছে। যে মাসে রোজা রাখেন মুসলিমরা... more
পবিত্র রমজান মাস চলছে। যে মাসে রোজা রাখেন মুসলিমরা। সেই পরিস্থিতিতে রাজ্যের স্কুলের মুসলিম শিক্ষক এবং অশিক্ষাকর্মীদের বড় সুখবর দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তাড়াতাড়ি স্কুল থেকে ছুটি নিতে পারবেন তাঁরা। কখন তাঁরা ছুটি নিতে পারবেন, তা দেখে নিন -
1/6পবিত্র রমজান মাসে মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বিশেষ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ। নির্দিষ্ট সময়ের আগেই তাঁরা স্কুল থেকে বেরিয়ে যেতে পারবেন। সোমবার পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পবিত্র রমজান মাসে মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীরা দুপুর ৩ টে ৩০ মিনিটেই স্কুল থেকে বেরিয়ে যেতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/6পর্ষদের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘২০২১ সালের অগস্টে রাজ্যের অর্থ দফতরের জারি করা নির্দেশিকা মেনে জানানো হচ্ছে যে মধ্যশিক্ষা পর্ষদ স্বীকৃত স্কুলের মুসলিম শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের দুপুর ৩ টে ৩০ মিনিটের মধ্যে স্কুল থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া যেতে পারে।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/6এমনিতে চলতি বছর ২৪ মার্চ (শুক্রবার) ভারতে পবিত্র রমজান মাসের শুরু হয়েছে। সেদিন থেকে রোজা রাখছেন মুসলিমরা। নিয়ম অনুযায়ী, ভোরবেলায় সেহরির পর দিনভর রোজা রাখা হয়। বিকেলে ইফতারের মাধ্যমে উপবাস ভঙ্গ করেন মুসলিমরা। পশ্চিমবঙ্গের অধিকাংশ জায়গায় ৫ টা ৩০ মিনিটের পর ইফতার হতে চলেছে। সেই পরিস্থিতিতে মুসলিম শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য বিশেষ ঘোষণা করেছে পর্ষদ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/6এবার পবিত্র রমজান মাসের শুরুতেই শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটবার্তায় তিনি বলেন, 'পবিত্র রমজান মাসের শুরুতে বিশ্বের সমস্ত মুসলিম ভাইবোনকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রার্থনা করছি, যাতে আমরা এমন একটি সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যেতে পারি, যে সমাজে দারিদ্র্যতা থাকবে না।' (ফাইল ছবি, সৌজন্যে সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
5/6মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ইফতার কখন হবে? কলকাতা: বিকেল ৫ টে ৫১ মিনিট। মালদা: বিকেল ৫ টে ৫৩ মিনিট। দার্জিলিং: বিকেল ৫ টে ৫৩ মিনিট। শিলিগুড়ি: বিকেল ৫ টে ৫২ মিনিট। ইসলামপুর: বিকেল ৫ টে ৫৩ মিনিট। বালুরঘাট: বিকেল ৫ টে ৫০ মিনিট। রায়গঞ্জ: বিকেল ৫ টে ৫৩ মিনিট। বেলদা: বিকেল ৫ টা ৫৫ মিনিট। খড়্গপুর: বিকেল ৫ টা ৫৫ মিনিট। কাঁথি: বিকেল ৫ টা ৫৪ মিনিট। (ছবি সৌজন্যে রয়টার্স)
6/6মঙ্গলবার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ইফতার কখন হবে? বোলপুর: বিকেল ৫ টা ৫৪ মিনিট। সিউড়ি: বিকেল ৫ টা ৫৫ মিনিট। বর্ধমান: বিকেল ৫ টা ৫৩ মিনিট। আসানসোল: বিকেল ৫ টা ৫৭ মিনিট। দুর্গাপুর: বিকেল ৫ টা ৫৫ মিনিট। কাটোয়া: বিকেল ৫ টে ৫৩ মিনিট। কালনা: বিকেল ৫ টা ৫১ মিনিট। নদিয়া: বিকেল ৫ টা ৫১ মিনিট। রানাঘাট: বিকেল ৫ টা ৫১ মিনিট। বসিরহাট: বিকেল ৫ টা ৪৯ মিনিট। বারাসত: বিকেল ৫ টা ৫১ মিনিট। ডায়মন্ড হারবার: বিকেল ৫ টে ৫২ মিনিট। (ছবি সৌজন্যে এপি)